Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Tendulkar News: সচিনের ছেলের জার্সি নম্বর ২৪, কিন্তু কেন?

Arjun Tendulkar News: সচিনের ছেলের জার্সি নম্বর ২৪, কিন্তু কেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 24, 2023 | 4:17 PM

Sachin-Arjun Coincidence: ২০০৯ সালে কেকেআরের বিরুদ্ধেই আইপিএলে প্রথম বোলিং করেছিলেন সচিন তেন্ডুলকর। প্রথম ওভারে তিনি ৫ রান দিয়েছিলেন। কাকতালীয়ভাবে অর্জুনও কেকেআরের বিরুদ্ধেই প্রথম বোলিং করেছেন। আর প্রথম ওভারে তিনিও দিয়েছেন ৫ রান।

১৬ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ ম্যাচ খেলতে নেমে ২৪ নম্বর জার্সি পরেছিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। প্রথম ওভারেই অর্জুনকে বল করতে দেন স্ট্যান্ড বাই ক্যাপ্টেনের দায়িত্বে থাকা সূর্যকুমার যাদব। ম্যাচ শুরু হওয়ার আগে যখন লম্বা লম্বা রান আপ নিচ্ছিলেন অর্জুন তখন তাঁর পিঠে জ্বলজ্বল করছিল ২৪ নম্বর। কিন্তু ২৪ নম্বরই কেন? আসলে অর্জুনের জার্সির সঙ্গে বিশেষ যোগ রয়েছে তাঁর বাবা সচিন তেন্ডুলকরেরও। আসলে সচিন ও অর্জুনের জন্মদিন ২৪ তারিখে। সচিন তেন্ডুলকরের জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল। অর্জুন তেন্ডুলকরের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। নিজের এবং বাবার জন্ম তারিখ ২৪ হওয়ায় সেটিকেই অর্জুন জার্সি নম্বর হিসেবে বেছে নিয়েছেন। ২০০৯ সালে কেকেআরের বিরুদ্ধেই আইপিএলে প্রথম বোলিং করেছিলেন সচিন তেন্ডুলকর। প্রথম ওভারে তিনি ৫ রান দিয়েছিলেন। কাকতালীয়ভাবে অর্জুনও কেকেআরের বিরুদ্ধেই প্রথম বোলিং করেছেন। আর প্রথম ওভারে তিনিও দিয়েছেন ৫ রান। ডেবিউ ম্যাচে মোট ২ ওভার বল করে ১৭ রান দিয়েছেন অর্জুন। কোনও উইকেট পাননি।

Published on: Apr 22, 2023 02:41 PM