FIFA World Cup 2022: বার্সার কিংবদন্তি এ কী বললেন?

FIFA World Cup 2022: বার্সার কিংবদন্তি এ কী বললেন?

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 16, 2022 | 8:10 PM

কাতারে কি খ্য়াতির ছটা পেতে চলেছে অন্ধকারাচ্ছন্ন একটা দেশ! যাঁদের উত্থান হয়েছিল ১৯৯০ বিশ্বকাপে।

কাতারে (Qatar World Cup 2022) কি খ্য়াতির ছটা পেতে চলেছে অন্ধকারাচ্ছন্ন একটা দেশ! যাঁদের উত্থান হয়েছিল ১৯৯০ বিশ্বকাপে। পেলে-মারাদোনার দেশ ঘুরে কাপ কি পৌঁছবে রজার মিল্লার দেশে? ক্রমেই হিংস্র হচ্ছে দ্য ইনডমিটেবল লায়ন্স। দাবি ক্যামেরুন ফুটবলের কিংবদন্তি স্যামুয়েল এটোর (Samuel Eto’o)। স্ট্রাইকার স্যামুয়েল এটো ক্যামেরুনের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ। যদিও জিততে পারেননি বিশ্বকাপ। তবে তাঁর ভবিষদ্ব্য়াণী সত্যি হলে কাতারে গর্জন করবে আফ্রিকান সিংহরাই। এটো বলেছেন, “ক্যামেরুন জেতার জন্য প্রস্তুত, বিশ্বকাপের ফাইনালে ক্যামেরুন জিতবেই।”

উল্লেখ্য, শুধু ক্যামেরুন নয়, সমগ্র আফ্রিকার দলগুলিই এখন অনেক পরিণত। দাবি ক্যামেরুন ফুটবল সংস্থার সভাপতি প্রাক্তন সুপারস্টার স্যামুয়েল এটোর। তিনি বলেন, ‘মেসি থেকে রোনাল্ডো সবাই চাপে পড়তে পারেন। ছিটকে যেতে পারে ফ্রান্সও। বেলজিয়াম আর সেনেগালও গোল খেতে পারে ক্যামেরুনের কাছে। ক্যামেরুন আর মরক্কো মুখোমুখি হবে ফাইনালে।’ ভাবছেন এটো কি বাস্তবের দুনিয়ায় বসবাস করেন? অনেকেই এটোর এই কথায় অবাক। হাসাহাসিও করছেন। তবে ফুটবলমহলের একাংশের দাবি, এভাবেই তো দলকে উদ্বুদ্ধ করা উচিত এক ফুটবল সংস্থার সভাপতির। যা করেছেন এটো। ১৯৯০ সালে বিশ্বকাপে প্রথম বার এসেই আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল রজার মিল্লার ক্যামেরুন। এ বার কি বিশ্বকাপ জিতে আরও এক অঘটন ঘটাবে আফ্রিকান ফুটবলের অন্যতম শক্তি?