রায় মনে রয়…

যদিও রায় দিবসের ডিজ়াইন কোনও পেশাগত কারণে নয়। স্রেফ মনের টানেই। ঘরের দরজা থেকে শুরু করে ইন্টিরিয়র সবেতেই রায় ভক্তির ছাপ। ঘরের দরজায় আঁকা রয়েছে মগনলালের ছুরি মারার বোর্ডে সত্যজিতের করা ভূতের ছবি।

| Updated on: May 08, 2021 | 9:24 AM

রায় দিবস এবং রায় দিবস। এভাবে বললে কি ঠিক বলা হবে? এই পোস্টার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ যে সত্যজিতেরই এক ভক্ত শিল্পী জয়দীপ নিয়োগীর সৃষ্টি।
আর্ট কলেজ থেকে পাশ করে এখন পেশায় ক্রিয়েটিভ ডিজ়াইনার। যদিও রায় দিবসের ডিজ়াইন কোনও পেশাগত কারণে নয়। স্রেফ মনের টানেই। ঘরের দরজা থেকে শুরু করে ইন্টিরিয়র সবেতেই রায় ভক্তির ছাপ। ঘরের দরজায় আঁকা রয়েছে মগনলালের ছুরি মারার বোর্ডে সত্যজিতের করা ভূতের ছবি। আলমারির মাথায় রাখা আছে হাতে তৈরি ভূতের রাজার বরে পাওয়া জাদু-জুতোর ছবি।
একটি পুজো কমিটির সঙ্গে যুক্ত এই শিল্পী। তাদের পুজোর থিম, পরিকল্পনা সবই তাঁর করা। রায় দিবস পোস্টার বানিয়ে পাঠিয়েছিলেন তাদেরই কারও মোবাইলে। তারপর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে মোবাইল থেকে মোবাইলে। এত ক্যাচি যে মানুষ লাগাতার লাইক করে যাচ্ছেন এখনও।

 

Follow Us: