Boomerang Movie News: জিৎ-রুক্মিণীর ‘ব্যুমেরাং’ থেকে সরে আসার সিদ্ধান্ত সত্যমের
Haemorrhagic Conjunctivitis: সবে শুটিং শুরু হয়েছে, তবে এরই মধ্যে জিৎ-রুক্মিণীর আগামী ছবি ‘ব্যুমেরাং’ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন ‘বল্লভপুরের রূপকথা’খ্যাত সত্যম ভট্টাচার্য। নেপথ্যে কোন কারণ? আক্রান্ত Viral Haemorrhagic Conjunctivitis অসুখে।
অভিনয় নিয়ে সবর ঋদ্ধি
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋদ্ধি সেন এবার সরব Acting Method নিয়ে। নয়া ট্রেন্ডকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এরা আবার দেব, জিৎ-কে নিয়ে খিল্লি করে, তাঁরা কীরকম অভিনয় করেন সেটা নিয়ে দ্বিমত বা সমালোচনা অবশ্যই থাকবে, কিন্তু এদের অভিনয়ের মধ্যে এই নতুন তৈরি হওয়া ‘no acting’ ব্রিগেডের ভণ্ডামিটা নেই।”
সরে গেলেন সত্যম
সবে শুটিং শুরু হয়েছে, তবে এরই মধ্যে জিৎ-রুক্মিণীর আগামী ছবি ‘ব্যুমেরাং’ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন ‘বল্লভপুরের রূপকথা’খ্যাত সত্যম ভট্টাচার্য। নেপথ্যে কোন কারণ? আক্রান্ত Viral Haemorrhagic Conjunctivitis অসুখে।
বাংলায় ফের প্রস্থেটিক
সিনেমার ধরন বদলাচ্ছে, বদলাচ্ছে স্টোরিলাইন। প্রস্থেটিকের আমদানি টলিউডে হয়েছিল আগেই। এ বছরের গোড়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর আবারও এক ছবিতে প্রস্থেটিক মেকআপের ব্যবহার। নায়িকা তুহিনা দাস। আর ছবির নাম ‘সিঁড়ি’। ছবিটির পরিচালক ও প্রযোজক অভিজিৎ নায়েক।
নতুন সফরে শ্বেতা
টিভির পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর বড়পর্দায়। এবার পালা ওটিটি-র। নতুন সফর শুরু, এখনই টিভির পর্দায় ফিরছেন না শ্বেতা। তবে ধারাবাহিক থেকে মুখ ফেরাবেন না তিনি কোনওদিন, অতীতে বারবার জানিয়েছেন অভিনেত্রী।
‘সুড়ঙ্গ’ মুক্তি
বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘সুড়ঙ্গ’ শুক্রবার, ২১ জুলাই মুক্তি পেল পশ্চিমবঙ্গে। ছবির প্রচারে কলকাতায় গোটা টিম, উপস্থিত হয়েছেন অভিনেতা আফরান নিশো। এটাই তাঁর প্রথম ছবি। মুক্তি পাচ্ছে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে।
নাম বদল
পাল্টে গেল প্রভাস অভিনীত ‘প্রজেক্ট K’ ছবির নাম। নতুন নাম, ‘কল্কি 2898 AD’, মুক্তি পেল ছবির টিজ়ার। সেখানেই দেখা মিলল দীপিকা পাড়ুকোন, অমিকাভ বচ্চনের। যদিও কয়েক সেকেন্ডের জন্যই দেখা মিলল বলিউড স্টার ২জনের।
‘মেয়ে বিজ্ঞানী হবে’
আলিয়া ভাট স্টারকিড। পরিচালক মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে তিনি। বলিউডের সঙ্গে সংযোগ সেই ছোট থেকেই। তবে মেয়ে রাহা কাপুরকে মোটেও অভিনেত্রী করতে চান না তিনি। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে আলিয়া বলেছেন, “যখনই ওর দিকে তাকাই, মনে হয়, রাহা বড় হয়ে বিজ্ঞানী হবে।”
অমরনাথ দর্শন সারার
এবার অমরনাথ দর্শন করলেন অভিনেত্রী সারা আলি খান। বরাবরই শিবভক্ত তিনি। অতীতে তাঁকে দেখা গিয়েছে কেদারনাথ ধাম দর্শন করতে। এবার বর্ষায় ঝুঁকি নিয়ে তাই পৌঁছে গেলেন অমরনাথে।
কত কোটির ক্ষতি সামান্থার?
‘অটো ইমিউন রোগ’ মায়োসাইটিসে আক্রান্ত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিদ্ধান্ত নিয়েছেন, আগামী এক বছর সিনেমা থেকে নিজেকে সরিয়ে রাখবেন তিনি। এ কারণে, বেশ কিছু ছবি হয়েছে হাতছাড়া। জানা গিয়েছে, ছবি ছাড়ার ফলে এক বছরে প্রায় ১২ কোটি টাকার লোকসান হতে চলেছে তাঁর।