Shahrukh Khan: ‘রোম্যান্টিক’ ছবি ছাড়লেন শাহরুখ?
কেরিয়ারের শুরু থেকে শাহরুখ হতে চেয়েছিলেন অ্যাকশন হিরো ভাগ্যে ছিল রোম্যান্সের কিং হওয়া মহিলা মহলে তিনি জনপ্রিয় ‘রাজ’-‘রাহুল’ নামে সেই কিং খান ৩০ বছরের সফর এই বছর পূরণ করলেন।
কেরিয়ারের শুরু থেকে শাহরুখ হতে চেয়েছিলেন অ্যাকশন হিরো। ভাগ্যে ছিল রোম্যান্সের কিং হওয়া মহিলা মহলে তিনি জনপ্রিয় ‘রাজ’-‘রাহুল’ নামে। সেই কিং খান ৩০ বছরের সফর এই বছর পূরণ করলেন বলিউডে তাঁর গালে এখন কাঁচা পাকা দাড়ি, চুলেও পাক। চলতি বছরে বক্স অফিসে মুক্তি পেয়েছে তাঁর দুই সুপারহিট ছবি।
বয়স বাড়লেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনিই বাদশা। ছবিতে তাঁর এক চিলতে রোম্যান্সের ঝালকে মন ভরছে না ভক্তদের শাহরুখের কথায়, এখন তাঁর কাছেও ‘রাহুল’ ‘রাজ’ মানেই– ‘নাম তো শুনাই হোগা’তাঁর মতে শেষ রোম্যান্টিক ছবি করার সময় অস্বস্তি বোধ করেছিলেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে থাকা অভিনেত্রীর বয়স অনেক ছোট হওয়াই ছিল এর প্রধান কারণ।
তারপরেই তিনি স্থির করেন যে রোমান্টিক দৃশ্যে বা ছবিতে আর কাজ করবেন না শাহরুখ মনে করেন, এই ধরণের চরিত্রগুলো তরুণ প্রজন্মের অভিনেতাদের জন্য বয়স হয়েছে তাঁর। তাই খুব সচেতন ভাবেই রোম্যান্টিক ছবিতে তিনি আর ফিরছেন না এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মন খারাপ কিং খান ভক্তদের। যদিও বক্স অফিস রেকর্ড দেখলেই বোঝা যায় শাহরুখের বর্তমান সাফল্য নিজের ঘরানা পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বরং লাভই হয়েছে তাঁর।