Shangri-La Valley in Tibet: এই উপত্যকায় গেলেই গায়েব হবেন

Shangri-La Valley in Tibet: এই উপত্যকায় গেলেই গায়েব হবেন

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 5:01 PM

ভারতের বেশ কিছু জায়গা রহস্যময়। বহু বিদেশিরা সেই টানে ভারতে আসেন গ্যালিভারের ভ্রমণকথা অনেকেই হয়তো পড়েছেন। ভারতের একটি রহস্যময় জায়গাটির নাম শাংরি-লা। এই উপত্যকা নাকি তিব্বত এবং অরুণাচল প্রদেশের মাঝামাঝিতে অবস্থিত। এটি একটি কাল্পনিক স্থান।

ভারতের বেশ কিছু জায়গা রহস্যময়। বহু বিদেশিরা সেই টানে ভারতে আসেন গ্যালিভারের ভ্রমণকথা অনেকেই হয়তো পড়েছেন। ভারতের একটি রহস্যময় জায়গাটির নাম শাংরি-লা। এই উপত্যকা নাকি তিব্বত এবং অরুণাচল প্রদেশের মাঝামাঝিতে অবস্থিত। এটি একটি কাল্পনিক স্থান। জেমস হিলটনের লেখা একটি উপন্যাসে এই জায়গার নাম পাওয়া যায়। এখানকার লোকেরা নাকি অমর হয়। অরুণ শর্মা তাঁর লেখা একটি বইতে এই উপত্যকাকে বলেছেন ফোর্থ ডায়মেনশন। এই উপত্যকায় কেউ প্রবেশ করলে, তিনি আর পৃথিবীতে ফিরে আসেন না। চীনের সেনাবাহিনী অনেকবার চেষ্টা করেছে এই জায়গাটি খুঁজে বার করতে। কিন্তু তাঁরা এই জায়গা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।বাস্তবে এই জায়গাটির কোন হদিস নেই। এই জায়গাটিকে মনে করা হয় বিশ্বের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। ১৯৩০ সালে এই উপত্যকার কথা শোনা যায়।একটি বিমান ভেঙে পড়ায় ৪ জন নিখোঁজ হয়।সেই নিখোঁজ ব্যক্তিরাই নাকি এই উপত্যকার খোঁজ পান। এই গল্পটির ব্যাখ্যা এখনও পর্যন্ত কেউ করতে পারেননি।