Shehnaaz Gill: কনের সাজে শেহনাজ়, দেখে চমকে গেল নেটপাড়া
শেহনাজ় গিলের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চমকে উঠতে হয়। বিয়ের কনের সাজে তাক লাগালেন শেহনাজ, তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী?
নতুন প্রজেক্টে আলিয়া
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট। সূত্রের খবর, দর্শক টানতে সক্ষম নায়িকাদের মধ্যে বর্তমানে অন্যতম আলিয়া ভাট। তাই যশরাজের তালিকায় এবার সুপার এজেন্ট হিসেবে সলমন খান, হৃতিক রোশন, শাহরুখ খানের পর নাম লেখালেন আলিয়া ভাট। স্পাই ইউনিভার্সে এই প্রথম মহিলা—আলিয়ার জন্য নয়া চ্যালেঞ্জ।
শাহরুখের ট্যাটু
‘জওয়ান’ ছবিতে ন্যাড়া লুকে ধরা দিয়েছেন শাহরুখ খান। তবে সেই ন্যাড়া মাথায় লুকিয়ে থাকা রহস্য কি কারও নজরে পড়েছে? সম্প্রতি ZOOM করে তা আবিষ্কার করল নেটদুনিয়া। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের মাথায় রয়েছে একটি ট্যাটু। তাতে লেখা, ‘জগৎ জননী মা’।
অস্বস্তিতে কাজল
পাপারাৎজি কালচারে বেজায় সমস্যায় কাজল। এত বছর পর মুখ খুললেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিলেন যত্রতত্র পাপারৎজিদের এই ঢুকে পড়া বিষয়টা তাঁর কাছে অনুপ্রবেশের মতো লাগে। এই কারণে তিনি মানসিক অশান্তিতেও ভোগেন । তাঁর বিশ্বাস, কয়েকদিন পর থেকেই সেলেবরা এই প্রসঙ্গে মুখ খুলবেন।
প্রভাসের চমক
‘সলার’ ছবি মুক্তির আগেই ৮০০ কোটির ব্যবসার সম্ভাবনা। প্রভাসের পর পর দুই ছবি ফ্লপের পর এবার চমক আগামীতে। সূত্রের খবর ছবি মুক্তির আগেই ৮০০ কোটি রাইটসের প্রস্তাব পেয়েছে। ফলে এই ছবি যে প্রভাসের ভাগ্য ফেরাবে, তা অনুমান করছে সিনে-বিশেষজ্ঞরা।
বিপাকে জাহ্নবী
যমুনার জলে ভাসছে দিল্লি। ফলে পিছিয়ে গেল জাহ্নবী কাপুরের আগামী ছবি ‘উলঝ’-এর শুটিং। দিল্লির বিভিন্ন জায়গায় এই ছবির শুট হওয়ার কথা ছিল। তবে সবই ভাসছে জলে। সেই কারণেই এখন গোটা টিম বসে, শিডিউল নিয়ে বেজায় চিন্তায় জাহ্নবী।
বিয়ের পিঁড়িতে শেহনাজ়?
শেহনাজ় গিলের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চমকে উঠতে হয়। বিয়ের কনের সাজে তাক লাগালেন শেহনাজ, তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? না, কেবল ব্রাইডাল লুকের ফটোশুটেই নজর কাড়লেন তিনি। শেহনাজ়ের কথায়, তিনি সিঙ্গল—বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না।
কৌশাম্বীকে শুভেচ্ছা
অভিনেতা আদৃত রায় প্রকাশ্যে এবার ছবি পোস্ট করলেন অভিনেত্রী কৌশাম্বী মুখোপাধ্যায়ের সঙ্গে। জন্মদিনে বান্ধবীকে শুভেচ্ছা জানালেন আদৃত। বহুদিন ধরেই এই জুটির মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। এবার প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখে বেজায় খুশি ভক্তরা।
হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
সদ্য বিয়ে সেরেছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু মুখোপাধ্যায়। আইনি মতে বিয়ে করেন তাঁরা। সামাজিক বিয়ে করবেন ২০২৫-এ। তবে তালিকা থেকে বাদ পড়ল না হানিমুন। বিমান বন্দর থেকে ছবি তুলে তা শেয়ার করলেন তারকা জুটি। যদিও কোথায় যাচ্ছেন, তা রহস্যই রাখলেন তাঁরা।
টলিপাড়ার নতুন জুটি
ব্যোমকেশ ছবির কাজ শেষ করে এবার জিৎ-এর সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় শুভ মহরৎ-এর ছবি শেয়ার করলেন জুটি। ‘বুমেরাং’ ছবির ঘোষণা হয়েছিল আগেই। এবার শুরু শুটিং। সকলেই এখন মুখিয়ে রয়েছেন টলিপাড়ার নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষায়।