Memari Shootout News: ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, তারপর চলল গুলি
মঙ্গলবার সকালে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা ও বাগবিতণ্ডা শুরু হয়।এই অবস্থায় গুলি চলে। মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ বাধা দিতে আসে। সেইসময় তারা একে অপরের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে
ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা,তারপর চললো গুলি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে।
মঙ্গলবার সকালে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা ও বাগবিতণ্ডা শুরু হয়।এই অবস্থায় গুলি চলে। মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ বাধা দিতে আসে। সেইসময় তারা একে অপরের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে । ঠিক সেই সময় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ হঠাৎ ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বার করে গুলি চালায় ।
অল্পের জন্য রক্ষা পায় অশোক বিশ্বাসের পরিবার। হঠাৎ গ্রামের গুলির আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসে । এমন গুলি চালানোর আকস্মিক ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই দোলালা বন্দুক ও একটি টাঙ্গী উদ্ধার করে । এই ঘটনায় বিপ্লব সাধুখাঁ এবং তার ছেলে রাজীব সাধুখাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। আরও জানা যায় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সামান্য এক ড্রেন করাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় হতবাক এলাকার মানুষজন।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!

'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন

কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু

'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
