Tight Jeans Wearing Issue: টাইট জিনস পরেন?
সামনেই পুজো। পুজো মানেই ফ্যাশন । টাইট জিনস পরা যেন আজকাল যেন সবার ফ্যাশন হয়ে গিয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরেন এই ধরনের জিনস। দেখতে ভাল লাগলেও এতে বাড়ছে বিপদের ঝুঁকি। শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। টাইট জিনস পরলে, হতে পারে কোমরে ব্যথা। মেরুদণ্ডে খারাপ প্রভাব পড়তে পারে।
সামনেই পুজো। পুজো মানেই ফ্যাশন । টাইট জিনস পরা যেন আজকাল যেন সবার ফ্যাশন হয়ে গিয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরেন এই ধরনের জিনস। দেখতে ভাল লাগলেও এতে বাড়ছে বিপদের ঝুঁকি। শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। টাইট জিনস পরলে, হতে পারে কোমরে ব্যথা। মেরুদণ্ডে খারাপ প্রভাব পড়তে পারে।
টাইট জিনসের জন্য হতে পারে জরায়ু সংক্রমণ। পরবর্তীকালে মা হতে সমস্যায় পড়তে পারেন। তাই ঢিলেঢালা জিনস পরা অভ্যাস করুন। টাইট জিনস পরলে, তলপেটের পেশি দুর্বল হয়ে যায়। পিঠে ব্যথা হতে পারে। বেশিক্ষণ টাইট জিনস পরলে, ত্বকের সমস্যা হতে পারে । গোপনাঙ্গে তীব্র চুলকানি হতে পারে। তাই শরীর সুস্থ রাখতে, টাইট জিনস পরা থেকে বিরত থাকুন।
Latest Videos