Smriti Mandhana: দ্রাবিড়ের ব্যাটে স্মৃতির শতরান

Smriti Mandhana: দ্রাবিড়ের ব্যাটে স্মৃতির শতরান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 30, 2023 | 6:51 PM

ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা তাঁর ব্যাটের ঝড়ে বাইশ গজ মাতান। মাঠের বাইরেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নজর কাড়া। স্মৃতির বাবা ও দাদা জেলা স্তরের ক্রিকেট খেলেছেন।

ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা তাঁর ব্যাটের ঝড়ে বাইশ গজ মাতান। মাঠের বাইরেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নজর কাড়া। স্মৃতির বাবা ও দাদা জেলা স্তরের ক্রিকেট খেলেছেন। দাদা শ্রমণের কিটে ক্রিকেট খেলা শুরু করেন স্মৃতি। ৯ বছরে অনূর্ধ্ব ১৫ মহারাষ্ট্র দলে সুযোগ পান স্মৃতি। ১১ বছরে অনূর্ধ্ব ১৯ মহারাষ্ট্র দলে সুযোগ পান স্মৃতি। জাতীয় দলে ২০১৩ এ ১৭ বছর বয়সে স্মৃতি ওয়ান ডেতে সেঞ্চুরি করেন। সেই সেঞ্চুরি তিনি করেন রাহুল দ্রাবিড়ের ব্যাটে। ২০১২এ স্মৃতির দাদা রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন। দ্রাবিড়কে বোনের ক্রিকেট খেলার কথা বলেন শ্রমণ। দ্রাবিড় তাঁর প্র্যাকটিস ব্যাট স্মৃতিকে উপহার দেন। ওই ব্যাটেই স্মৃতির টি-২০ অভিষেক হয়। ভারতের অধিনায়কত্বও করেছেন স্মৃতি। টেস্ট, ওয়ান ডে ও টি-২০ তিন ফর্ম্যাটেই সফল স্মৃতি মান্ধানা।