Solar Mission: চাঁদের পর এবার টার্গেট সূর্য!

Solar Mission: চাঁদের পর এবার টার্গেট সূর্য!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 30, 2023 | 11:14 AM

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, কিছু দিন আগে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করে। এবার তাদের লক্ষ্য সূর্যমিশন। সৌর বায়ুমণ্ডলে ISRO একটি পোলার স্যাটেলাইট রকেট পাঠাবে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, কিছু দিন আগে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করে। এবার তাদের লক্ষ্য সূর্যমিশন। সৌর বায়ুমণ্ডলে ISRO একটি পোলার স্যাটেলাইট রকেট পাঠাবে। জানা গিয়েছে,সূর্যমিশনের জন্য পাঠানো হবে আদিত্য L1 নামে করোনাগ্রাফি স্যাটেলাইট । L1 য়ের মানে হল আর্থ-সোলার সিস্টেমের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। মহাকাশযানটিকে প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1 য়ের চারিদিকে স্থাপন করা হবে একটি হ্যালো কক্ষপথ। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানায়,সৌরজগতের নানা বিষয় অধ্যয়ন করবে এই স্যাটেলাইটটি। তারমধ্যে একটি হল করোনাল ভর নির্গমনের গতি। আদিত্য L1 য়ের মূল কাজটি হল গুনহিলি ও কৌরো থেকে ট্র্যাকিং করা । এছাড়াও সেখানে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন অ্যান্টেনাগুলির সাপোর্টও। জানা গিয়েছে, চন্দ্রযানটি চাঁদে ২৩ অগস্ট অবতরণ করবে। তারপর শুরু হবে সূর্যমিশনটি।