Sonia Gandhi-Mamata Banerjee: শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন, সনিয়ার ফোন মমতাকে
বিরোধী ঐক্য জোট গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে তৃণমূল কার্যত কিছুটা এগিয়ে থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল
দিল্লি: রাজ্যসভার ভোট শেষ। সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আর তা নিয়ে এবার আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য বজায় রাখতে গতকালই ২২ জন অবিজেপি শীর্ষ নেতাদের চিঠি পাঠান তিনি। তৃণমূলের ন্যায় বাকি অবিজেপি শক্তিগুলোকে একজোট করতে উদ্যোগী কংগ্রেসও। সনিয়া কোভিড আক্রান্ত থাকায় মল্লিকার্জুন খাড়গে-কে পাঠান বিরোধীদের সঙ্গে কথা বলার জন্য।
সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা যাচ্ছে, এদিন বেশ কিছুক্ষণ ফোনালাপ হয় তাঁদের মধ্যে। তবে দু’জনের মধ্যে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। আগামী ১৫ জুন দিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ওই দিন সনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।
তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নন। জানা যাচ্ছে, সনিয়া গান্ধী এই বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির তরফে প্রার্থী বাছাই ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে দুই প্রবীণ নেতৃত্বের মধ্যে।
বিজেপি বিরোধী জোট কতটা সক্রিয় তা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠান। এরপরেই বিরোধী ঐক্য বজায় রাখতে তৎপরতা দেখা যায় কংগ্রেস শিবিরে। অসুস্থ হওয়া সত্ত্বেও মাঠে নামেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সনিয়া গান্ধী। ফোন করেন মমতা সহ বাকি অবিজেপি শীর্ষ নেতাদের।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে চিঠি লেখায় বিরোধী ঐক্য গড়তে কংগ্রেসের তুলনায় তৃণমূল কিছুটা এগিয়ে থাকবে বলে বিশ্লেষকদের মত।