Sprider Inside Woman’s Ear: কানের ভিতর জাল বুনেছে মাকড়সা!
এন্ডোস্কপির সময় করা ভিডিয়োটি বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এন্ডোস্কপির ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার কানের ভিতর পর্দার মতো কিছু একটা রয়েছে। সেটি আসলে ছিল মাকড়সার জাল। চিকিৎসক জালটি সরালে দেখা মেলে একটি মাকড়সার। পরে মাকড়সাটি কানের ভেতর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালের চিকিৎসক হান জিংলং বলেন,'এই মাকড়সার তৈরি জাল দেখতে কানের পর্দার মতো।
চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা এক মহিলার বেশ কিছুদিন ধরে ডান কানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তার সঙ্গে কানের ভিতর শোনা যেত অদ্ভুত শব্দ। তারপর হাসপাতালে এন্ডোস্কপি করতেই দেখা যায়,কানের ভিতর জাল বুনেছে একটি মাকড়সা। এন্ডোস্কপির সময় করা ভিডিয়োটি বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এন্ডোস্কপির ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার কানের ভিতর পর্দার মতো কিছু একটা রয়েছে। সেটি আসলে ছিল মাকড়সার জাল। চিকিৎসক জালটি সরালে দেখা মেলে একটি মাকড়সার। পরে মাকড়সাটি কানের ভেতর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালের চিকিৎসক হান জিংলং বলেন,’এই মাকড়সার তৈরি জাল দেখতে কানের পর্দার মতো। যখন প্রথম এন্ডোস্কপির ক্যামেরা কানে প্রবেশ করানো হল,অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে কাছ থেকে দেখা গেল এর পেছনে কিছু নড়ছে। আমি জালটি সরালাম। এরপর মাকড়সাটি পালানোর চেষ্টা করল’। শেষ পর্যন্ত অবশ্য মাকড়সাটি বের করতে সমর্থ হয়েছেন চিকিৎসকেরা। তবে মাকড়সাটি বিষধর ছিল না। ওই মহিলার কানের বিশেষ ক্ষতি হয়নি।