Wiener Zeitung: বন্ধের পথে বিশ্বের প্রাচীন সংবাদপত্র!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 01, 2023 | 2:01 PM

এবার অনলাইনে দেখা যাবে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্রটি । অনলাইন পোর্টাল চালু হওয়ার পর থেকেই দৈনিক সংবাদপত্রগুলির বাজার পড়তে শুরু করে। বহু সংবাদপত্রের প্রিন্ট বন্ধ হয়ে অনলাইনে রূপান্তরিত হয়েছে। এবার সেই পথে হাঁটছে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্র,অস্ট্রিয়ার উইনার জিইটাং। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে ভিয়েনার কয়েকশো বাসিন্দা

বিশ্বের প্রাচীন সংবাদপত্রগুলির মধ্যে একটি হল, ‘উইনার জিইটাং’। অস্ট্রিয়ার এই সংবাদপত্রটির ছাপা বন্ধ হতে চলেছে। বৃহস্পতিবারই সে দেশের সংসদে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে উইনার জিইটাং-এর ছাপা বন্ধ হলেও অনলাইন প্রকাশনা শুরু হবে। এবার অনলাইনে দেখা যাবে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্রটি । অনলাইন পোর্টাল চালু হওয়ার পর থেকেই দৈনিক সংবাদপত্রগুলির বাজার পড়তে শুরু করে। বহু সংবাদপত্রের প্রিন্ট বন্ধ হয়ে অনলাইনে রূপান্তরিত হয়েছে। এবার সেই পথে হাঁটছে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্র,অস্ট্রিয়ার উইনার জিইটাং। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে ভিয়েনার কয়েকশো বাসিন্দা। সংবাদপত্রের ইতিহাস ঘাঁটলে জানা যায়, ১৭০৩ সালে প্রথম প্রকাশিত হয় ‘উইনার জিইটাং’। তখন এটির নাম ছিল, ‘উইলারিসচেস দিয়ারিয়াম’। পরে ১৭৮০ সালে এটির নাম পরিবর্তিত হয়ে ‘উইনার জিইটাং’ হয়। বিশ্বের অন্যতম প্রাচীন এই সংবাদপত্রটি সর্বাধিক বিক্রির দিক থেকে ২০০৪ সালেও শীর্ষে ছিল। কিন্তু, পরবর্তীতে এটির বাজার নামতে থাকে। যার ফলে শেষ পর্যন্ত উইনার জিইটাং-এর ছাপা বন্ধ হচ্ছে। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নোরবার্ট হোফার জানান,আগামী ১ জুলাই থেকে উইনার জিইটাং-এর অনলাইন প্রকাশনা শুরু হবে। যদিও কেউ জানে না এটির ভবিষ্যত প্রকাশনা কেমন হবে,সেটি সিরিয়াস সাংবাদিকতা হবে কিনা।

Published on: May 01, 2023 02:01 PM