Srabanti Chatterjee: কুৎসিত আক্রমণের শিকার হলেন টলি-নায়িকা

Srabanti Chatterjee: কুৎসিত আক্রমণের শিকার হলেন টলি-নায়িকা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 09, 2024 | 11:11 PM

শ্রাবন্তী চট্টোপাধ্যায়–তাঁকে নিয়ে কটাক্ষ চলতেই থাকে। তাঁর ব্যক্তিগত জীবন মাঝেমধ্যেই চলে আসে চর্চায়। ফের একবার কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। এবার শিবরাত্রি পালন করে তাঁকে হতে হল সমালোচিত। তাঁর তিন বার বিয়ে হওয়া, বিয়ে ভাঙা নিয়ে একের পর এক কুৎসিত আক্রমণের শিকার হতে হল নায়িকাকে।

সলমনকে চড় মারেন কে?
ছোটবেলায় মারাত্মক দুষ্টু ছিলেন সলমন খান। একবার এক ট্র্যাপিজের খেলা দেখে এসে নিজেই রডের উপর উঠে ভেঙেছিলেন হাত। বাবা সেলিম খান মোটেও সহমর্মী হননি তাঁর প্রতি সেবার। উল্টে নাকি মেরেছিলেন এক চড়। চিৎকার করে বলেছিলেন, “তুমি কি পাগল, এরকম কেউ করে?” সম্প্রতি এই ঘটনা শেয়ার করেছেন সলমনের ভাই আরবাজ় খান।

রাত ৩টেয় নাচ
অম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে পারফর্ম করেছিলেন অক্ষয় কুমারও। রাত ৮টায় ঘুমিয়ে ভোর ৪টেয় উঠে পড়া যে অক্ষয়ের দীর্ঘ দিনের অভ্যেস, তাঁর মাঝরাতে নাচের ঘটনায় অবাক হচ্ছেন? অম্বানিদের নিমন্ত্রণ ফেরাতে পারেননি তিনি। রাত তিনটের সময় মঞ্চে নেচে সকলের মন জয় করেছিলেন আক্কি। নিজেই জানান সে কথা।

অম্বানিদের বিয়েতে বিপত্তি
ভারতে এসে এ কেমন অভিজ্ঞতা নিয়ে ফিরতে হল ফেসবুক-কর্ণধার মার্ক জ়ুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানকে? অম্বানি পরিবারের ডাকে সাড়া দিয়ে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তাঁরা। তবে এবার মিলল অন্য খবর, সেই পার্টিতেই নাকি খোয়া যায় প্রিসিলার নেকলেস। চলে সাড়ে তিন ঘণ্টা ধরে তল্লাশি। তবে তা পাওয়া গিয়েছে কি না, সেই খবর এখনও জানা যায়নি।

ফোঁস করলেন ইমরান
অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্ক বলিউড-অভিনেতা ইমরান খানের। রটেছিল, লেখা ঘর ভেঙেছেন ইমরান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের। এমনটা শুনে প্রথমবার ফোঁস করেছেন ইমরান। বললেন, “আমার প্রেমিকা লেখা আমার আর অবন্তিকার সংসার ভাঙেনি। ফলে তাঁকে ‘ঘরভাঙানি’ বলা বন্ধ করুন।”

ভাইরাল শাহরুখ-সুহানা
ছেলে আরিয়ান খানের ব্র্যান্ডের জন্য এবার শাহরুখ খান ও সুহানা খান একই ফ্রেমে ধরা দিলেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। ভক্তরা মুখিয়ে ছিলেন কবে মেয়ের সঙ্গে অভিনয় করবেন শাহরুখ, অল্প সময়ের জন্য হলেও সেই ইচ্ছেপূরণ। শোনা যাচ্ছে সুজয় ঘোষ পরিচালিত এক থ্রিলার ছবিতে সুহানা ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে।

অসুস্থ অর্জুন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি। ৮ মার্চ, শুক্রবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। শুক্রবার ব্যথা সহ্যের সীমা ছাড়ায়। শুটিং সেট থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় অর্জুনকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, অ্যাপেনডিসাইটিস হয়েছে অভিনেতার।

পিয়ার প্রতিবাদী পোস্ট
“আমি মুক্ত নই, যদি কোনও মহিলা শৃঙ্খলাবদ্ধ হন, যদি তাঁর শৃঙ্খল আমার থেকে আলাদা হয়, তা-ও”। ফেসবুকে এমনই একটি পোস্ট করেছেন পিয়া। অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বিয়ের নানা ধরনের কটাক্ষের শিকার হয়েছেন পিয়া। সেই জন্যই কি এই পোস্ট? জল্পনা নেটিজ়েনদের একটা বড় অংশের।

শ্রাবন্তীকে আক্রমণ
শ্রাবন্তী চট্টোপাধ্যায়–তাঁকে নিয়ে কটাক্ষ চলতেই থাকে। তাঁর ব্যক্তিগত জীবন মাঝেমধ্যেই চলে আসে চর্চায়। ফের একবার কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। এবার শিবরাত্রি পালন করে তাঁকে হতে হল সমালোচিত। তাঁর তিন বার বিয়ে হওয়া, বিয়ে ভাঙা নিয়ে একের পর এক কুৎসিত আক্রমণের শিকার হতে হল নায়িকাকে।

প্রেম করছেন? চাঁচাছোলা সৌমিতৃষা
সৌমিতৃষার জীবনে প্রেম কী আছে? প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “এ ধরনের প্রশ্ন করলে কোনও মশলা পাওয়া যাবে না।” জানিয়েছেন, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর। কাজেই মনোনিবেশ করছেন ছোট পর্দার ‘মিঠাই’।