Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: আইটেম ডান্সারের ভূমিকায় দেখা যাবে এবার শ্রীলেখাকে

Sreelekha Mitra: আইটেম ডান্সারের ভূমিকায় দেখা যাবে এবার শ্রীলেখাকে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Mar 05, 2024 | 10:52 PM

অন্য রূপে শ্রীলেখা মিত্র। নতুন এক ছবিতে আইটেম ডান্সারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটির নাম ‘নেগেটিভ’। ছবির পরিচালক বাপ্পা। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা দত্তকে।রাহুল একজন ফটোগ্রাফারের ভূমিকায় রয়েছেন এই ছবিতে। যার কাজে সন্তুষ্ট নন কেউই। তাঁর চরিত্রের নাম বিশ্বকর্মা। ওদিকে বিশ্বকর্মার স্ত্রী চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে।

কিয়ারার বাজিমাত

কেরিয়ারে সব থেকে বড় পে-চেক পেলেন কিয়ারা আডবাণী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল, ডন থ্রি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করবেন কিয়ারা। সূত্রের খবর এই ছবির জন্যই নাকি ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

 

মা হতে চলেছেন ক্যাটরিনা?

মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ? সম্প্রতি অম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগা দিতে দেখা গিয়েছে জুটিকে। সেখান থেকে ফেরার পথেই ওড়না পেট ঢেকে রাখতে দেখা যায় ক্যাটরিনাকে। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজ়েনদের অনুমান অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। যদিও এই প্রসঙ্গে সেলেব জুটি এখনও মুখ খোলেননি।

 

ট্রোল্ড শাহরুখ

সম্প্রতি আম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টিতে পারফ্রম করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। সেখানেই অপর দুই খানরে সঙ্গে জমিয়ে নাচলেন নাটু নাটু। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকা আরআরআর ছবির অভিনেতা রাম চরণকে মঞ্চে ডাকার সময় শাহরুখকে ইডলি বলে সম্বোধন করতে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় কিং-এর নামে নিন্দের ঝড়।

রাহার সঙ্গে প্রথম ছবি পোস্ট আলিয়ার
২০২২ সালের নভেম্বরের ৬ তারিখ জন্ম হয় অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের কন্যা রাহা কাপুরের। জন্মের ১৬ মাস পর মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া। একই প্রিন্টের জামা পরে টুইনিং করেছেন আলিয়া-রাহা। দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে আদর করছেন আলিয়া। রাহাকে হাসতে দেখা যাচ্ছে সেখানে। মা-মেয়ের দারুণ সুন্দর সেই ছবি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজ়েনরা।

 

শাহরুখের ‘প্রাক্তন প্রেমিকা’ কে?

তিনি নিজেকে শাহরুখ খানের ‘প্রাক্তন প্রেমিকা’ হিসেবে পরিচয় করিয়েছেন। তিনি অর্থাৎ, অভিনেত্রী মানসী সিনহা। শুরু থেকেই দারুণ ভালবাসেন শাহরুখকে। ছোট থেকেই তাঁর ভক্ত। বলেছিলেন, “আমি শাহরুখের প্রাক্তন প্রেমিকা। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সঙ্গে আমার দেখা হয়। তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন। আমি সেই বক্তৃতা শুনি। শাহরুখ আবার কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।”

 

বিয়েবাড়িতে কখনও গান গাননি লতা?

সম্প্রতি অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গান গাইলেন আমেরিকার পপ গায়িকা রিহানা, ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গায়ক অরিজিৎ সিং। কিন্তু জানেননি কি, লতা মঙ্গেশকর কোনওদিনও কোনও বিয়ের অনুষ্ঠানে গান করেননি। তাঁর বোন আশা ভোঁসলে বলেছিলেন, “লতাদিদিকে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ান ডলার দিলেও গাইব না।”

কেন ট্রোল্ড স্বস্তিকা?

‘অনুপমেরও তো দু’টি বিয়ে, কই তা নিয়ে তো আলোচনা হচ্ছে না’– মাস কয়েক আগে পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে যখন চলছিল জোর সমালোচনা তখন এক সাক্ষাৎকারে পিয়ার পাশে দাঁড়িয়ে ঠিক এই কথাগুলিই বলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার পিয়ার সঙ্গে ছবি পোস্ট করতেই ট্রোল্ড হলেন তিনি। টিজেনদের কেউ কেউ ছবির নীচে কমেন্ট বক্সে লিখতে ভুললেন না, স্বস্তিকা ও পিয়ার সঙ্গে পরমের ‘সম্পর্ক’-এর কথা।

 

আইটেম ডান্সে এবার শ্রীলেখা

অন্য রূপে শ্রীলেখা মিত্র। নতুন এক ছবিতে আইটেম ডান্সারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটির নাম ‘নেগেটিভ’। ছবির পরিচালক বাপ্পা। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা দত্তকে।রাহুল একজন ফটোগ্রাফারের ভূমিকায় রয়েছেন এই ছবিতে। যার কাজে সন্তুষ্ট নন কেউই। তাঁর চরিত্রের নাম বিশ্বকর্মা। ওদিকে বিশ্বকর্মার স্ত্রী চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে।

কাছাকাছি রোহন-অঙ্গনা

সৃজলা গুহের সঙ্গে বছর দুয়েক আগেই ব্রেকআপ হয় অভিনেতা রোহন ভট্টাচার্যের। আবারও প্রেমে পড়েছেন তিনি। ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে তাঁর কো-স্টার অঙ্গনা রায়ের সঙ্গেই হচ্ছেমন দেওয়া নেওয়ার খেলা, সূত্র জানাচ্ছে এমনটাই। যদিও এখনই এই সম্পর্ককে পাবলিক করতে রাজি নন তাঁরা।

Published on: Mar 05, 2024 10:50 PM