Kanchan, Sreemoyee: বিয়েটা চুটিয়ে উপভোগ করেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক...

Kanchan, Sreemoyee: বিয়েটা চুটিয়ে উপভোগ করেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক…

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Mar 05, 2024 | 2:23 AM

Kanchan Mullick, Sreemoyee Chattaraj: বিয়েটা চুটিয়ে উপভোগ করেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা গিয়েছে, কাঞ্চনকে কোলে তুলে বনবন করে ঘোরাচ্ছেন শ্রীময়ী! আশপাশের মানুষও হতচকিত। কাঞ্চনও খেয়ে যান ভ্যাবাচ্যাকা।

ভুল ভাঙল নেটিজ়েনদের?
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং আসরে পরিবারের সকলকে নিয়ে হাজির হতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। সঙ্গে ছিলেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও। অভিষেকের পাশে বসে উপভোগ করলেন অনুষ্ঠান। আর এই ছবি ছড়িয়ে পড়তেই মিটল বিবাহ বিচ্ছেদের জল্পনা।

জয়াকে দেখে অবাক সকলে
হেসেও ট্রোল্ড হতে হল জয়া বচ্চনকে? সাধারণত পাপারাৎজিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক বেজায় খারাপ। মাঝে মধ্যেই জয়াকে মেজাজ হারিয়ে কথা বলতে দেখা যায়। এবার উল্টো ছবি ধরা পড়ল ক্যামেরায়। সকলকে দেখে মুচকি হাসলেন জয়া। তা দেখেই অবাক সকলে। একজন বললেন, ‘আজ সূর্য কোন দিকে উঠেছে’?

এ কী কাণ্ড?
আলিয়া ভাটের সঙ্গে দেখা গেল ছোট্ট রাহাকে। চোখে তার ঘুম। মায়ের কোলে কাপুর পরিবারের খুদে সদস্য। এমনই সময় কিছু একটা বলে ওঠে রাহা। পাপারাৎজিদের অনুমান মাকে আলু বলে ডাকে রাহা! যদিও স্পষ্ট করে তা কেউ-ই শুনতে পাননি, তবে নেটপাড়ায় এখন এই খবর ভাইরাল।

মা হচ্ছেন পরিণীতি?

দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন, কিছু দিন আগেই এই খবর সামনে এসেছিল। এবার বলিপাড়ায় গুঞ্জন, মা হচ্ছেন নাকি পরিণীতি চোপড়াও। গত বছর সেপ্টেম্বর মাসে আপ নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন তিনি। এবার কি সুখবর? হচ্ছে আলোচনা।

 

মমতার পছন্দ

মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদের প্রিয় শো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির মেয়েরা সকলে টিভি দেখতে ভালবাসেন। পালা করে সিরিয়াল চলে বাড়িতে। তবে তাঁদের প্রিয় শো দিদি নম্বর ওয়ান। শোতে এসে মমতা বলেছেন, “আমার বাড়ির সব মেয়ে-বউরা দিদি নম্বর ওয়ান দেখতে ভীষণ ভালবাসে। একটাও এপিসোড মিস করে না তারা। ”

পিয়ার কড়া জবাব
২ মার্চ বিয়ে করেছেন গায়ক সঙ্গীত পরিচালক অনুপম রায়। গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন তিনি। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর একটি পোস্টে অনুপম-প্রশ্মিতার বিয়ের ছবি পোস্ট করেছেন এক নেটিজেন। আর তাতেই ক্ষুব্ধ পিয়া। নেটিজেনকে তাঁর জবাব, “আপনাকে পুরস্কার দেওয়া উচিত”।

যিশুর বিবাহবার্ষিকী
দেখতে-দেখতে কুড়ি বছর অতিক্রম করলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা ভৌমিক। কুড়ি বছর আগে আজকের দিনেই বিয়ে করেছিলেন তাঁরা। নতুন পুরনো নানা ধরনের ছবির কোলাজ শেয়ার করেছে নীলাঞ্জনা।

কাঞ্চনকে বনবন করে ঘোরালেন শ্রীময়ী

বিয়েটা চুটিয়ে উপভোগ করেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা গিয়েছে, কাঞ্চনকে কোলে তুলে বনবন করে ঘোরাচ্ছেন শ্রীময়ী! আশপাশের মানুষও হতচকিত। কাঞ্চনও খেয়ে যান ভ্যাবাচ্যাকা।

 

হনিমুনে সন্দীপ্তা-সৌম্য

গত বছরের ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। কাজের জন্য তখন হনিমুন বাদ ছিল তাঁদের। তাতে কী? মাস তিনেক পার হতেই অবশেষে এসেছে সময়। দম্পতি উড়ে গেলেন ইউরোপে।