SRK and Jawan Movie News: ভক্তের আবদার শুনে 'জওয়ান' স্টার এ কী বললেন?

SRK and Jawan Movie News: ভক্তের আবদার শুনে ‘জওয়ান’ স্টার এ কী বললেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Sep 04, 2023 | 11:54 PM

মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি 'জওয়ান'। ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের নিত্য উপস্থিতি। তাঁকে দেখামাত্রই এক ভক্ত আবেদন করলেন, শাহরুখ যেন তাঁর প্রেমিকার জন্য একটি ফ্রি টিকিট উপহার দেন। আবদার শুনে কিং জানালেন, তিনি বিনামূল্যে কেবল ভালবাসা দেন। টিকিট টাকা দিয়েই কিনতে হবে।

প্রেমিকার জন্য ফ্রি টিকিট?
মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের নিত্য উপস্থিতি। তাঁকে দেখামাত্রই এক ভক্ত আবেদন করলেন, শাহরুখ যেন তাঁর প্রেমিকার জন্য একটি ফ্রি টিকিট উপহার দেন। আবদার শুনে কিং জানালেন, তিনি বিনামূল্যে কেবল ভালবাসা দেন। টিকিট টাকা দিয়েই কিনতে হবে।

ফ্যান ক্লাবের উদ্যোগ
ইতিমধ্যে ‘জওয়ান’ ছবির ৮৫ হাজার টিকিট কিনে নিয়েছে শাহরুখ খানের ফ্যান ক্লাব SRK ইউনিভার্স। প্রথম দিন, অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর, একসঙ্গে ছবি দেখার উদ্যোগ এবার নিল আরও এক ফ্যান ক্লাব। সূত্রের খবর, SRK ইউনিভার্স-এর পর ৫০ হাজার টিকিট সংগ্রহ করেছে SRK warrior।

অমিতাভ-অভিষেক জুটি
তিন দশক ধরে জলসার সামনে অমিতাভ বচ্চনের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতি রবিবার। অসুস্থতা, শুটিং আর কোভিড বাদ দিলে এর কোনও ব্যতিক্রম হয়নি। তবে এবার অমিতাভের সঙ্গে দেখা দিলেন অভিষেক বচ্চন। বাবার সঙ্গে তিনিও হাত জোড় করে জানালেন প্রণাম। পোস্ট দেখামাত্রই নেটিজ়েনদের মত, তবে কি বাবার পথেই হাঁটলেন তিনি?

প্রিয়াঙ্কার পরিবারে ভাঙন?
জোনাস পরিবারে মেজো ভাই কেভিন জোনাস। অভিনেত্রী সোফি টারনারের সঙ্গে দীর্ঘ চার বছরের বিবাহিত জীবন তাঁর। এতদিন সব কিছু ভালই চলছিল, তবে সম্প্রতি রটেছে তাঁদের বিবাহিত জীবনে শুরু হয়েছে অশান্তি। রটেছে, গত ৬ মাস ধরেই কিছুই ভাল যাচ্ছে না। লস এঞ্জেলসের ‘ডিভোর্স লয়ার’-এর সঙ্গেও নাকি কথা বলছেন তাঁরা। রিপোর্ট বলছে, গত তিন মাস ধরে তাঁদের দুই সন্তানের দেখভাল করছেন জো। ব্যান্ড যখন বিশ্বট্যুরেও যাচ্ছে ,তখনও নাকি জো তাঁদের নিয়েই ঘুরছেন। ও দিকে দেখা নেই সোফির।

প্রাক্তন বৌমার খোঁজ নাগার্জুনের
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সামান্থা রুথ প্রভুর। তবু প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুন খুঁজে চলেছেন তাঁর প্রাক্তন বৌমাকে। সম্প্রতি বিগবস তেলুগুতে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর ও সামান্থার ছবি ‘কুশি’র প্রচারে এসেছিলেন তিনি। তিনি এলেও সামান্থা অনুপস্থিত থাকায় শো-এর সঞ্চালক নাগার্জুন খোঁজখবর নিতে শুরু করেন সামান্থার। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “ও ভীষণ ভাল অভিনেত্রী।”

এ কী করলেন মধুমিতা?
পাহাড়ের কোলে শুটিংয়ের মাঝে এ কী করলেন মধুমিতা সরকার? ‘কে প্রথম কাছে এসেছি’ ছবির শুটিং-এ ব্যস্ত অভিনেত্রী, তারই মাঝে দেখা গেল তাঁকে সেটে রঙের কাজে হাত লাগাতে। শুধু তাই-ই নয়, পাশাপাশি ক্যামেরার কাজও করতে দেখা গেল মধুমিতাকে।

বরের সঙ্গে রুশা
বিয়ে করে এই মুহূর্তে ওয়াশিংটনের সিয়াটেলে রয়েছে রুশা চট্টোপাধ্যায়। স্বামীর সঙ্গে সেখানে ভালই দিন কাটছে তাঁর। যদিও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলে অবিরাম। প্রায় এক মাস পর ফের স্বামীকে নিয়ে পোস্ট রুশার। লেক ওয়েনাশিতে ঘুরতে গিয়েছেন তাঁরা। সঙ্গে রয়েছেন বেশ কিছু বন্ধুও।

নবনীতার ফুলশয্যা
মাথা ভর্তি সিঁদুর, মুখে হাসি, সঙ্গে ভারী গয়না… খাট সাজানো গোলাপের পাপড়ি আর রজনীগন্ধায়—এরকমই কিছু ছবি শেয়ার করে এই মুহূর্তের চর্চিত নায়িকা নবনীতা দাস লিখেছেন, “জীবন নিখুঁত নয়, কিন্তু আমার শাড়ি প্লিট সুন্দর”। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ নামক এক ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। ওই ধারাবাহিকেই এখন চলছে বিয়ের ট্র্যাক। রাজা গোস্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি… অনস্ক্রিন। যে ছবিগুলি শেয়ার করেছেন নবনীতা, সেগুলি ওই ধারাবাহিক থেকেই।

বাবা হলেন অভ্রজিৎ
বিয়ের এক বছরের মধ্যেই বাবা হলেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। এক পুত্র সন্তান হয়েছে তাঁর। গত বছর অগস্ট মাসে রিনিকা সাহাকে বিয়ে করেছিলেন তিনি। এক বছরের মধ্যেই সংসারে এল নতুন অতিথি। বহু বাংলা ধারবাহিকে দেখা গিয়েছে অভ্রজিৎকে। ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে শুরু করে ‘অনুরাগের ছোঁয়া’… গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।