Prasanna Roy Property: রবিরশ্মিতে রহস্যের আঁধার, প্রসন্নর 'ফাঁকা' ভিলায় জামা শুকোচ্ছে কে?

Prasanna Roy Property: রবিরশ্মিতে রহস্যের আঁধার, প্রসন্নর ‘ফাঁকা’ ভিলায় জামা শুকোচ্ছে কে?

আসাদ মল্লিক

|

Updated on: Aug 29, 2022 | 9:36 PM

Prasanna Roy: হোটেল, রিসর্ট থেকে বিঘা বিঘা জমি - চাকরি চুরির টাকায় বিপুল সম্পত্তির মালিক প্রসন্ন। TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এল আরও সম্পত্তির হদিস।

কলকাতা: বীরভূমে যেন ‘কুবেরের খাজানা’! শেষ হয়েও হচ্ছে না শেষ। তদন্তে উঠে আসছে একের পর এক দুর্নীতির তথ্য। প্রসন্ন রায়ের নামে নতুন ভিলার খোঁজ মিলল নিউটাউনে। নাম ভাঁড়িয়ে স্ত্রীকে নিয়ে নাকি থাকতেন প্রসন্ন। একই এলাকায় পরপর দু’টি ভিলা। কেন রাকেশ রায় নামে থাকতে হল প্রসন্নকে?

হোটেল, রিসর্ট থেকে বিঘা বিঘা জমি – চাকরি চুরির টাকায় বিপুল সম্পত্তির মালিক প্রসন্ন। এমতাবস্থায় TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এল আরও সম্পত্তির হদিস। নিউটাউনের রবিরশ্মিতে কোটি টাকার দুই ভিলা। রবিরশ্মি আবাসনের ৪ নং ও১২ নং ভিলা ছিল প্রসন্নর নামে। গত ৫ বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন প্রসন্ন। দুই ভিলার প্রত্যেকটিরই আনুমানিক দাম প্রায় ১ কোটি টাকা। প্রসন্নর গ্রেফতারির পর ‘ফাঁকা’ ভিলা, জানালেন নিরাপত্তারক্ষীরা। যদিও ছাদে শুকোচ্ছে জামাকাপড়! রহস্য কিন্তু বিদ্যমান রবিরশ্মির অন্তরালে।

Published on: Aug 29, 2022 08:55 PM