SBI New Locker Rule: এসবিআই লকারে নতুন নিয়ম নতুন ভাড়া
লকারের নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের নতুন গাইডলাইনে চুক্তি সই করতে হবে। দিতে হবে রেজিস্ট্রেশন ফি ও লকার ভাড়া। এসবিআই টুইট করে জানিয়েছে এই রদবদল। ৩০ জুনের মধ্যে ৫০% গ্রাহককে করতে হবে এই চুক্তি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫% আর ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত গ্রাহককে চুক্তিবদ্ধ হতে হবে। গ্রাম ও শহর ভেদে লকারের ভাড়া বিভিন্ন।
আপনার স্টেট ব্যাঙ্কে লকার আছে? জানেন লকারের ক্ষেত্রে কী নতুন নিয়ম এল? যাঁদের এসবিআইয়ে লকার আছে তাঁদের জন্য নতুন নিয়ম। লকারের নতুন নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের নতুন গাইডলাইনে চুক্তি সই করতে হবে। দিতে হবে রেজিস্ট্রেশন ফি ও লকার ভাড়া। এসবিআই টুইট করে জানিয়েছে এই রদবদল। ৩০ জুনের মধ্যে ৫০% গ্রাহককে করতে হবে এই চুক্তি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫% আর ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত গ্রাহককে চুক্তিবদ্ধ হতে হবে। গ্রাম ও শহর ভেদে লকারের ভাড়া বিভিন্ন। মেট্রো শহরে ছোট লকারের ভাড়া ২,০০০ টাকা। মেট্রো শহরে মাঝারি লকারের ভাড়া ৪,০০০ টাকা। মেট্রো শহরে বড় লকারের ভাড়া ৮,০০০ টাকা। মেট্রো শহরে সবচেয়ে বড় লকারের ভাড়া ১২,০০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। অন্যদিকে ছোট শহর বা গ্রামাঞ্চলে লকার ভাড়া দেখে নিন। ছোট লকার – ১,৫০০ টাকা। মাঝারি লকার – ৩,০০০ টাকা। বড় লকার – ৬,০০০ টাকা। ছোট শহর বা গ্রামাঞ্চলে সবচেয়ে বড় লকারের ভাড়া ৯,০০০ টাকা। সবকটি ভাড়ার সঙ্গে যুক্ত হবে জিএসটি। এছাড়াও ছোট ও মাঝারি লকারে লাগবে ৫০০ টাকার রেজিস্ট্রেশন ফি। আর বড় লকারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা।