Manbazar: রাস্তায় কেন ছাত্রছাত্রীরা?
মিড ডে মিল নিয়ে বিরাট অভিযোগ। এরপর তা শুরু হলেও মিলছে শুধু সাদা ভাত। বাস্তবে মিড ডে মিলে মিলছে না সরকারী নির্দেশ মত খাবার। রাস্তা অবরোধে কুমারী হাইস্কুলের ছাত্রছাত্রীরা।
মাঝে একমাস বনধ ছিল মিড ডে মিল। এরপর তা শুরু হলেও মিলছে শুধু সাদা ভাত। বাস্তবে মিড ডে মিলে মিলছে না সরকারী নির্দেশ মত খাবার। এই অভিযোগ তুলে বোরো থানার কুমারী মোড়ে পথ অবরোধ করলো কুমারী হাইস্কুলের ছাত্রছাত্রীরা। বুধবার দুপুর থেকে বান্দোয়ান মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে তারা। ঘটনা স্থলে পৌঁছেছেন মানবাজার ২ নং ব্লকের আধিকারিকরা। তারা কথা বলছেন ছাত্রছাত্রীদের সঙ্গে। তাদের অভিযোগ কুমারী হাইস্কুলে যে মধ্যাহ্ন কালীন ভোজন দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত খারাপ। এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে শুধু বলা হচ্ছে প্রশাসনিক সমস্যার কারণে মিড ডে মিলের টাকা পেতে সমস্যা হচ্ছে। বিষয়টির কোন সমাধান না হওয়ায় হওয়ায় বাধ্য হয়েই তারা পথ অবরোধ করে বলে জানায় পড়ুয়ারা। এপ্রসঙ্গে মানবাজার ২ ব্লকের যুগ্ম বিডিও অমিতেশ চট্টোপাধ্যায় বলেন, বিদ্যালয়ে সভাপতি নিয়োগ হয়নি। এনিয়েই সমস্যা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।