কোনও স্বচ্ছ ভাবমূর্তির মানুষই তৃণমূলে থাকতে পারবে না: শুভেন্দু
এই ভোটে কী দেখছেন, তৃণমূলের হয়ে প্রচার করছে পীরজাদা ত্বহা সিদ্দিকি। আরেক পীর সাহেব কিছু দিন আগে এসে বললেন কংগ্রেস, সিপিএমকে ভোট দিন।
কোনও স্বচ্ছ ভাবমূর্তির মানুষই তৃণমূলে থাকতে পারেন না। দিনেশ ত্রিবেদী পারেননি। আজ মিঠুনদাও বিজেপিতে যোগ দিলেন। ব্রিগেডের মঞ্চে উঠে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি আক্রমনাত্মক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে। কিন্তু এই ভোটে কী দেখছেন, তৃণমূলের হয়ে প্রচার করছে পীরজাদা ত্বহা সিদ্দিকি। আরেক পীর সাহেব কিছু দিন আগে এসে বললেন কংগ্রেস, সিপিএমকে ভোট দিন। তুষ্টিকরণের রাজনীতিতে অভ্যস্তরাই বিজেপিকে সাম্প্রদায়িক বলছে।
Published on: Mar 07, 2021 02:44 PM
Latest Videos