Swimming Pool Viral Video: সুইমিং পুলে পড়ে গিয়েও ভিজলেন না জলে!
Viral Video: ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন ব্যক্তি সুইমিং পুলের ধারে কথা বলছেন। এই সময় হঠাৎ তাঁর একটি পা পিছলে গিয়ে সুইমিং পুলের জলে পড়ে। কিন্তু না তিনি নিজেকে সামলে নেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন ব্যক্তি সুইমিং পুলের ধারে কথা বলছেন। এই সময় হঠাৎ তাঁর একটি পা পিছলে গিয়ে সুইমিং পুলের জলে পড়ে। ভিডিয়োটি দেখার সময় এক মুহূর্তেও জন্য় হলেও আপনার মনে হবে, উনি জলে পড়ে যাবেন। কিন্তু না তিনি নিজেকে সামলে নেন। সোজা একটি হাতে ভর দিয়ে পুলের ধারে বসে পড়বেন। সব থেকে অবাক করা ব্য়াপার হল,তখনও তিনি কান থেকে ফোন নামালেন না। আবার জলে পা ডুবিয়ে বসে পড়েন। পা থেকে ঝুতো খুলে ফেলেন। তাকে দেখে মনে হবে, তিনি একটুও আঘাত পাননি। এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে @ShockingClip নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখনও পর্যন্ত ২.৯০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। শেয়ার করে ক্য়াপশনে লেখা হয়েছে, ‘ক্রাইসিস ম্য়ানেজমেন্ট’।
Latest Videos