FIFA World Cup 2022: ৪ গোলকিপার নিয়ে বিশ্বকাপে ফেডেরারের দেশ

FIFA World Cup 2022: ৪ গোলকিপার নিয়ে বিশ্বকাপে ফেডেরারের দেশ

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 18, 2022 | 8:06 PM

৪ জন গোলরক্ষককে নিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছেন কোচ মুরাত ইয়াকিন।

২০২২ কাতার বিশ্বকাপে এবার মাঠে কি দেখা যাবে ইউরোতে সুইজারল্য়ান্ডের নায়ক গোলরক্ষক ইয়ান সোমরকে? তৈরি বিরাট প্রশ্নচিহ্ন। শুধু সোমরই নন, ব্য়াকআপ জোনাস ওমলিনের মাঠে নামাও অনিশ্চিত। তাই বিশ্বকাপে সাবধানে পা ফেলছে সুইৎজারল্যান্ড। ৪ জন গোলরক্ষককে নিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছেন কোচ মুরাত ইয়াকিন। গোলরক্ষক ফিলিপ কোহনকে ২৬ সদস্যের দলে নেওয়া হয়েছে। করোনার আগে ফিফার নিয়ম অনুযায়ী একটি দলে সর্বাধিক ২৩ জনকে নেওয়ার অনুমতি ছিল। পরে সেই সংখ্য়াটি গিয়ে দাঁড়ায় ২৬। তবে ব্রাজিল এবং অষ্ট্রেলিয়া তাদের ৩ তিনজন গোলরক্ষককে নেওয়ার সিদ্ধান্তেই অনড়।

জার্মান ক্লাব বরুশিয়া মনশেনল্যাডবাখের গোলরক্ষক ইয়ান সোমর গত মাসে চোট পান গোড়ালিতে। বিশ্বকাপে গ্রুপ জি-তে সুইৎজারল্যান্ডের সঙ্গে রয়েছে ক্যামেরুন, ব্রাজিল ও সার্বিয়া। সোমর জানিয়েছিলেন, চোটের জন্য বিশ্বকাপে প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামতে না পারলেও, ব্রাজিল ও সার্বিয়ার বিরুদ্ধে নামতে তিনি মরিয়া। কিন্তু যা পরিস্থিতি, তাতেও বিরাট প্রশ্ন। যদি শেষ পর্যন্ত সোমরকে একান্তই না পাওয়া যায়, তবে তাঁর শুন্য়স্থান পূরণ করতে পারেন গোলকিপার গ্রেগর কোবেল। যিনি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট নাম কুড়িয়েছেন।

Published on: Nov 18, 2022 08:06 PM