শিক্ষক-ছাত্রের জোড়া আবিষ্কার= মাস্কে স্যানিটাইজার + মানিব্যাগ ধরলেই হুংকার

aryama das |

Feb 26, 2021 | 4:40 PM

দু'জনে মিলে আবিষ্কার করেছেন এমন এক মাস্ক, যাতে পাবেন স্যানিটাইজার, টেম্পারেচার এবং সেফ ডিস্ট্যানস অ্যালার্ট। আর অন্য় আবিষ্কার হল এক মানিব্যাগ, যাতে হাত দিলেই বেজে উঠবে সাইরেন।

Follow Us

একজন শিক্ষক-দিবাকর রায়চৌধুরি, আর একজন তাঁর ছাত্র-সৌহৃদ্য় ভট্টাচার্য। দু’জনে মিলে আবিষ্কার করেছেন এমন এক মাস্ক, যাতে পাবেন স্যানিটাইজার, টেম্পারেচার এবং সেফ ডিস্ট্যানস অ্যালার্ট। আর অন্য় আবিষ্কার হল এক মানিব্যাগ, যাতে হাত দিলেই বেজে উঠবে সাইরেন।

 

১) মাস্কে স্যানিটাইজার:

নতুন করে আবার করোনা এসেছে শহরে। আবার নতুন করে সচেতনতা অবলম্বন করবেন ভাবছেন সবাই। তবে সেই প্রক্রিয়াটা যদি একটু সহজ হয়ে যায়? কেমন হয় তবে? এইবার একটা মাস্কেই পাবেন আপনি স্যানিটাইজার, টেম্পারেচার এবং সেফ ডিস্ট্যানস অ্যালার্ট। সেটা ঠিক কেমন?

 

২) মানিব্যাগ ধরলেই হুংকার:

রাস্তা ঘাটে চলতে গেলে মানিব্যাগ চুরির ঘটনা একেবারেই নতুন নয়। এই হেনস্থার সম্মুখীন হয়েছেন অনেকেই। তবে বাঁচবার উপায়? এখন মানিব্যাগে হাত দিলেই বেজে উঠবে সাইরেন। ফলে আপনি শুধু না, আপনার আশেপাশের সকলেই ধরতে পারবে চোরকে। কী সেই টেকনোলজি?

একজন শিক্ষক-দিবাকর রায়চৌধুরি, আর একজন তাঁর ছাত্র-সৌহৃদ্য় ভট্টাচার্য। দু’জনে মিলে আবিষ্কার করেছেন এমন এক মাস্ক, যাতে পাবেন স্যানিটাইজার, টেম্পারেচার এবং সেফ ডিস্ট্যানস অ্যালার্ট। আর অন্য় আবিষ্কার হল এক মানিব্যাগ, যাতে হাত দিলেই বেজে উঠবে সাইরেন।

 

১) মাস্কে স্যানিটাইজার:

নতুন করে আবার করোনা এসেছে শহরে। আবার নতুন করে সচেতনতা অবলম্বন করবেন ভাবছেন সবাই। তবে সেই প্রক্রিয়াটা যদি একটু সহজ হয়ে যায়? কেমন হয় তবে? এইবার একটা মাস্কেই পাবেন আপনি স্যানিটাইজার, টেম্পারেচার এবং সেফ ডিস্ট্যানস অ্যালার্ট। সেটা ঠিক কেমন?

 

২) মানিব্যাগ ধরলেই হুংকার:

রাস্তা ঘাটে চলতে গেলে মানিব্যাগ চুরির ঘটনা একেবারেই নতুন নয়। এই হেনস্থার সম্মুখীন হয়েছেন অনেকেই। তবে বাঁচবার উপায়? এখন মানিব্যাগে হাত দিলেই বেজে উঠবে সাইরেন। ফলে আপনি শুধু না, আপনার আশেপাশের সকলেই ধরতে পারবে চোরকে। কী সেই টেকনোলজি?

Next Video