Bristi Dakar Gaan: দুই বাংলার বৃষ্টি ডাকার প্রাচীন গান
পারদ যখন চোখ রাঙ্গাচ্ছে তখন মেঘকে ডেকে প্রসন্ন করার যুগ যুগের রেওয়াজ গলায় সাধছেন চন্দ্রা মুখোপাধ্যায়। চন্দ্রা মুখোপাধ্যায়, বাংলার শ্রমজীবী নারীদের গান সংগ্রহ করেন। ৬০০০ সেই রকম গানের মধ্যে রয়েছে বেশ কিছু বৃষ্টি নামানোর গান।
উষ্ণতা যখন ঊর্ধ্বমুখী। পারদ যখন চোখ রাঙ্গাচ্ছে তখন মেঘকে ডেকে প্রসন্ন করার যুগ যুগের রেওয়াজ গলায় সাধছেন চন্দ্রা মুখোপাধ্যায়। চন্দ্রা মুখোপাধ্যায়, বাংলার শ্রমজীবী নারীদের গান সংগ্রহ করেন। ৬০০০ সেই রকম গানের মধ্যে রয়েছে বেশ কিছু বৃষ্টি নামানোর গান। পূর্ব ও পশ্চিম বঙ্গের নানান জেলায় মেয়েরা যুগ যুগ ধরে গেয়ে আসছেন এই সব গান। চট্টগ্রামের সীতাকুন্ড, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর হয়ে এপার বাংলায় মুর্শিদাবাদ, মালদহ উত্তরবঙ্গ কিংবা রাঢ বাংলায় মেয়েদের প্রার্থনা আর আকুতি ঝিমঝিম, টিপ টিপ, ঝমঝম বৃষ্টি ফোঁটার জন্য। পশ্চিমবঙ্গের দিনাজপুরে জ্বলেশ্বরীর আরাধনাতেও গাওয়া হয় বৃষ্টিকে আহ্বানের গান। লোক সঙ্গীত গবেষক চন্দ্রা বলছেন লাঙলের আবিষ্কারের আগে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া ছিল বাংলার মেয়েদেরই দায়িত্ব। বর্ষা নির্ভর চাষবাসে তাই অনাবৃষ্টি কপালে চিন্তার ভাজ ফেলত। বাংলার মহিলারা পরিবার ও খাদ্যের সঙ্গে সঙ্গে জলের প্রার্থনা করতেন পশু পাখিদের জন্যও।