ATM: কাঁধের ওপর দিয়ে পিন দেখছে প্রতারক
ATM Fraud Case: ভিড় এলাকাতে এটিএম থেকে টাকা তুলবেন না। ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে যে এটিএম থাকে, সেগুলি বেশি নিরাপদ। রোজ দেখুন ব্যাঙ্ক স্টেটমেন্ট।
এটিএম কার্ড নিয়ে প্রতারণা বেড়েই যাচ্ছে। বদলে যাচ্ছে প্রতারণার ধরণও। শোল্ডার সার্ফিংয়ের মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন । কিন্তু জানেন কি কীভাবে এই কাজ করা হয়? এটিএমে গিয়ে টাকা তোলার সময়ে, প্রতারকরা আপনার পিন নম্বরটি ভাল করে মনে রেখে দেয়। এটিএমের পিন নম্বরটি আপনার কাঁধের উপর থেকে দেখে নেয়। প্রতারকরা অনেক সময় গোপন ক্যামেরা রেখে দেন এটিএমে। সেখান থেকেও আপনার এটিএম কার্ডের পিন জেনে নিতে পারে। জেনে নিন কীভাবে এটিএম জালিয়াতি থেকে মুক্তি পাবেন। এটিএম কার্ড ব্যবহার করার সময় একটু সচেতন হন। হাত ঢেকে এটিএমে পিন নম্বর দিন। কোনও ক্যামেরা গোপনে রাখা আছে কি না দেখে নিন। ভিড় এলাকাতে এটিএম থেকে টাকা তুলবেন না। ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে যে এটিএম থাকে, সেগুলি বেশি নিরাপদ। রোজ দেখুন ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটিএম কার্ড চুরি হয়ে গেলে, দেরি না করে ব্যাঙ্কে গিয়ে ব্লক করুন।