Pan Card Aadhar Linking: শীঘ্রই শেষ হচ্ছে আর্থিক পরিষেবার মেয়াদ

Pan Card Aadhar Linking: শীঘ্রই শেষ হচ্ছে আর্থিক পরিষেবার মেয়াদ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 28, 2023 | 5:18 PM

বেশ কিছু সরকারি পরিষেবারও ডেডলাইন ফুরিয়ে যাচ্ছে এই ৩১ মার্চেই। বর্তমানে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল প্যান ও আধার কার্ড। ৩১ মার্চের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।

বেশ কিছু সরকারি পরিষেবারও ডেডলাইন ফুরিয়ে যাচ্ছে এই ৩১ মার্চেই। বর্তমানে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল প্যান ও আধার কার্ড। ৩১ মার্চের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই দুই নথি লিঙ্ক করা না থাকলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা একটি পেনশন ও ইনস্যুরেন্স প্ল্যান। এই যোজনার অধীনে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই যোজনায় বর্ষীয়ান নাগরিকরা বার্ষিক ৭.৪০% হারে সুদ পেতে পারেন। এই স্কিমে বিনিয়োগের শেষ দিন হল ৩১ মার্চ। সেবি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩১ মার্চের মধ্যে বিদ্যমান ফোলিওগুলির জন্য মনোনয়ন জমা দেওয়ার পরামর্শ। আয়কর আইনের ৮০ সি ধারা প্রয়োগ করে কর ছাড়ের সুযোগ এখনও পর্যন্ত নিতে পারেন নাগরিকরা। এর জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা,পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। অমৃত কলস ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে ফিক্সড ডিপোজিটের সুবিধা দেওয়া হচ্ছে । এই ডিপোজিট স্কিমের মেয়াদও শেষ হচ্ছে ৩১ মার্চ।