Amitabh Bachchan News: তাঁর গ্রেফতারির দাবিতে দিন কয়েক ধরেই সরব ছিল নেটপাড়া, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 19, 2023 | 9:51 PM

হেলমেট না পরে বাইকে উঠেছেন অমিতাভ বচ্চন, ভেঙেছেন ট্র্যাফিক আইন-- তাঁর গ্রেফতারির দাবিতে দিন কয়েক ধরেই সরব ছিল নেটপাড়া। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অমিতাভ বচ্চন। জানালেন আইন ভাঙেননি তিনি, বাইকে উঠেছিলেন ঠিকই, কিন্তু বাইক চড়ে কোথাও যাননি। একই সঙ্গে পুলিশের গাড়ির সামনে নিজের এক ছবি শেয়ার করে নিজেই লিখলেন, "গ্রেফতার"।

‘গ্রেফতার’ অমিতাভ?
হেলমেট না পরে বাইকে উঠেছেন অমিতাভ বচ্চন, ভেঙেছেন ট্র্যাফিক আইন– তাঁর গ্রেফতারির দাবিতে দিন কয়েক ধরেই সরব ছিল নেটপাড়া। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অমিতাভ বচ্চন। জানালেন আইন ভাঙেননি তিনি, বাইকে উঠেছিলেন ঠিকই, কিন্তু বাইক চড়ে কোথাও যাননি। একই সঙ্গে পুলিশের গাড়ির সামনে নিজের এক ছবি শেয়ার করে নিজেই লিখলেন, “গ্রেফতার”।

কলকাতায় এসে হতাশ সুদীপ্ত
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তা সত্ত্বেও কলকাতা ও সংলগ্ন অঞ্চলের হলগুলিতে প্রদর্শিত হচ্ছে না এই ছবি। কিন্তু কেন? শুক্রবার শহরে এসে এই প্রশ্নই ছুড়ে দিলেন পরিচালক সুদীপ্ত সেন।

আরিয়ানের ওয়েব সিরিজ
ওটিটি-তে ডেবিউ করছেন আরিয়ান খান। ওয়েব সিরিজ পরিচালনা দিয়েই হাতেখড়ি হচ্ছে জুনিয়ার খানের। ছয় এপিসোডে ভাগ করা এই সিরিজে অভিনয়ে থাকছেন খোদ শাহরুখ খান, রণবীর সিং। তবে মূল চরিত্রে নয়, কেমিও করবেন বলিউডের এই দুই স্টার। শীঘ্রই শুরু হবে কাজ।

ওটিটিতে ‘পা’ সলমনের
ওটিটি-তে চুক্তিবদ্ধ সলমন খান। আগামী পাঁচ বছরের জন্য কেবল মাত্র জি ফাইভ-এই মুক্তি পাবে তাঁর ছবি। মোটা টাকা পকেটে নিয়ে এই শর্তে রাজি হলেন সলমন । তবে তালিকায় থাকছে না টাইগার থ্রি। কারণ আগে থেকে যশরাজ প্রযোজনা সংস্থা এই ছবির রাইটস কিনেছে।

বাবার হাতেই প্রথম ‘নেশা’ মনোজের
বড় পর্দা থেকে ওটিটি সর্বত্রই অসাধারণ অভিনয়ের জন্য নজর কাড়েন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল মজার কথা। অভিনেতার কথায়,”যখন আমি ৮-১০ বছরের তখন এক হোলিতে আমার বাবা অর্ধেক গ্লাস ঠান্ডাই দিয়েছিলেন। মা ভীষণ রেগে গিয়েছিলেন বাবার উপর। বাচ্চারা নেশায় বুঁদ হয়ে পড়েছিল।” এখানেই শেষ নয়, ভাঙ খেয়ে আরও কাণ্ড ঘটান মনোজ। বলেন, “বাবা-মা সহ আমরা ৬ ভাইবোন। সবার জন্য প্রায় ৩ কেজি খাসির মাংস রান্না করা হয়েছিল। আমারা এতটাই নেশা করেছিলাম যে সব মাংস লুকিয়ে খেয়ে নিয়েছিলাম। মা আমাদের কীর্তি দেখে একটা কথাও বলতে পারেননি। চুপ করে গিয়েছিলেন।”

বোরখা পরে হাজির ঐশ্বর্য?
চলছে কান চলচ্চিত্র উৎসব। আর কান চলচ্চিত্র উৎসব মানেই ‘স্টাইল স্টেটমেন্ট’-এর ছড়াছড়ি। বহুদিন ধরেই কান-এর অতিথি ঐশ্বর্য রাই বচ্চন। এবারেও হাজির হয়েছিলেন তিনি। কিন্তু কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। তাঁর পোশাক দেখে নেটমহলে প্রশ্ন, “সে কী, বোরখা পরেছেন নাকি?”

অক্ষয় ভাল বন্ধু: রবীনা
অনস্ক্রিন ও অফস্ক্রিন দু’জায়গাতেই নজর কেড়েছিল তাঁদের রসায়ন। দর্শককে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’,’খিলাড়িও কা খিলাড়ি’-এর মতো দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার ও রবীনা টন্ডন । পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবেও। একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করে ফেলেছিলেন তাঁরা। সেই মতো সারা হয়ে গিয়েছিল বাগদান পর্বও। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি। ফলে বিচ্ছেদ হয়। তবে সম্প্রতি প্রাক্তন প্রেমিক অক্ষয়কে ভাল বন্ধু বলেই দাবি রবীনার। অভিনেত্রীর কথায়, “সবার যাত্রাকে শ্রদ্ধা করা উচিত। একটা সময়ের পর সবাই মুভ অন করে। জানি না এই নিয়ে কেন এত কথা হয়।”

বাবা হচ্ছেন রাহুল বৈদ্য
সুখবর শোনালেন দিশা পার্মার ও রাহুল বৈদ্য। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সোনোগ্রাফির ছবি শেয়ার করে দিলেন সুখবর। প্রকাশ্যে এল দিশার বেবিবাম্পের ছবিও। হবু বাবা-মা’কে সকলেই জানিয়েছেন অনেক শুভেচ্ছা।

কবে সাতপাক ঘুরছেন বনি-কৌশানী?
টলিউডের চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। বহু দিনের প্রেম তাঁদের? কিন্তু বিয়ে কবে? এ প্রশ্ন করতেই বারেবারেই তা এড়িয়ে গিয়েছেন দু’জনেই। তবে এবার পর্দা ফাঁস। বনির বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত জানালেন, আগামী বছর মানে ২০২৪-এই বাড়িতে বাজবে সানাই। এক হবেন বনি-কৌশানী।