ESA Equinox: একই ফ্রেমে অর্ধেক দিন অর্ধেক রাত
ইকুইনক্স একটি ল্যাটিন শব্দ। 'ইকুই' মানে সমান, আর 'নক্স' মানে নাইট বা রাত। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে একটি ছবি। ওই ছবিতে পৃথিবীর অর্ধেক অংশের রোদ ঝলমলে দিন এবং বাকি অর্ধেকে রাত। এরকম এক বিরল দৃশ্য, এক অপূর্ব ফ্রেম দেখে মুগ্ধ নেটিজেনরা।
ইকুইনক্স একটি ল্যাটিন শব্দ। ‘ইকুই’ মানে সমান, আর ‘নক্স’ মানে নাইট বা রাত। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে একটি ছবি। ওই ছবিতে পৃথিবীর অর্ধেক অংশের রোদ ঝলমলে দিন এবং বাকি অর্ধেকে রাত। এরকম এক বিরল দৃশ্য, এক অপূর্ব ফ্রেম দেখে মুগ্ধ নেটিজেনরা। রীতিমতো ভাইরাল হয়েছে মহাশূন্য থেকে তোলা পৃথিবীর সেই ছবি। আসলে ২৩ মার্চ ছিল ‘জলবিষুব’।
পৃথিবীর উপর সূর্যের আলো ২০ মার্চ ও ২৩ সেপ্টেম্বর এমন ভাবে পড়ে যে দিন রাত্রি সমান সমান হয়। ২০ মার্চ ‘মহাবিষুব’ ও ২৩ সেপ্টেম্বর ‘জলবিষুব’। এই মহাজাগতিক দৃশ্যের ছবি পোস্ট করায় সবাই বাহবা দিচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে। এখন উত্তর গোলার্ধ চলছে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্ত। উভয় গোলার্ধে এই সূর্যের আলো পড়েছে আধাআধি ভাবে। পৃথিবী তার অক্ষের উপরে কিছুটা হেলে থাকায় সারা বছর পৃথিবীর সর্বত্র সমানভাবে সূর্যের আলো পৌঁছয় না। বছরের এই দুটি দিনেই দিন ও রাত সমান সমান হয়।