Great Wall Of China: চালের গুঁড়োয় তৈরি চিনের প্রাচীর!

Great Wall Of China: চালের গুঁড়োয় তৈরি চিনের প্রাচীর!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 3:58 PM

২৩০০ বছরের প্রাচীন চীনের প্রাচীর। প্রায় ৬৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর। চিনের প্রাচীর মানুষের তৈরি একমাত্র স্থাপত্য যা মহাকাশ থেকে দেখা যায়। প্রাচীরটি তৈরি করতে ২,০০০ বছর লাগে। ৩৪০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রাচীরের মধ্যে রয়েছে অনেকগুলি ব্রিজ, বিকন টাওয়ার ও সিঁড়ি।

২৩০০ বছরের প্রাচীন চীনের প্রাচীর। প্রায় ৬৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর। চিনের প্রাচীর মানুষের তৈরি একমাত্র স্থাপত্য যা মহাকাশ থেকে দেখা যায়। প্রাচীরটি তৈরি করতে ২,০০০ বছর লাগে। ৩৪০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রাচীরের মধ্যে রয়েছে অনেকগুলি ব্রিজ, বিকন টাওয়ার ও সিঁড়ি। চীনের প্রাচীর তৈরির সময় এতে পাথর ও মাটি ব্যবহৃত হয়। গাঁথনিতে দেওয়া হয় চালের গুঁড়ো। প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা ৩৫ ফুট। প্রাচীর তৈরির সময় প্রায় ৪ লক্ষ মানুষ কাজ করতে গিয়ে মারা যান। যে সমস্ত শ্রমিক কাজ করতে চাইতেন না তাদেরকে এই দেওয়ালে চাপা দিয়ে মারা হত। চীনের প্রাচীরের উপর দিয়ে একসঙ্গে ১০ জন সৈন্য হেঁটে যেতে পারেন। চলে যেতে পারেন ৫জন ঘোড়সওয়ার। অনায়াসে গাড়ি চলে এই প্রাচীরের ওপরে। মূলত দেশের প্রতিরক্ষার কারণে এই প্রাচীর তৈরি করে চিনা সম্রাটরা। ১২১১এ এই পাঁচিল গুঁড়িয়ে চিন আক্রমণ করেন মোগল শাসক চেঙ্গিস খান। সম্প্রতি এই পাঁচিলের একটি অংশ পে লোডার দিয়ে ভেঙে ফেলে দুজন নির্মাণ কর্মী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না।