Peacock Plant: সমৃদ্ধির চাবিকাঠি পিকক প্ল্যান্ট

Peacock Plant: সমৃদ্ধির চাবিকাঠি পিকক প্ল্যান্ট

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 24, 2023 | 8:19 PM

পিকক প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম ক্যালাথিয়া মাকোয়ানা। এই গাছের পাতায় ময়ূরের পুচ্ছের মত নকসা। মনে করা হয় সৌভাগ্যকে আকর্ষণ করে এই সুন্দর গাছটি। এই গাছ নাকি জীবনে দ্রুত সাফল্য আনে। শিশুদের নাকি পড়াশোনায় মনযোগী করে তোলে এই গাছ।

পিকক প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম ক্যালাথিয়া মাকোয়ানা। এই গাছের পাতায় ময়ূরের পুচ্ছের মত নকসা। মনে করা হয় সৌভাগ্যকে আকর্ষণ করে এই সুন্দর গাছটি। এই গাছ নাকি জীবনে দ্রুত সাফল্য আনে। শিশুদের নাকি পড়াশোনায় মনযোগী করে তোলে এই গাছ। সফল ব্যাক্তিদের অনেকেই নাকি এই গাছ বাড়িতে লাগিয়েছেন। জোড়ায় এই পিকক প্ল্যান্ট বাড়িতে লাগালে তা শুভ ফলদায়ী। শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতেও আছে এই গাছ। বাড়িকে অশুভ প্রভাব মুক্ত রাখে এই ময়ূরপুচ্ছ গাছ। বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ রাখলে তা বাস্তু অনুসারে ভাল। সুখ, সম্পদকে আকর্ষণ করে এই গাছ। পারিবারের সদস্যদের মধ্যে একতা বজায় রাখে এই গাছ। উপরন্তু মন থেকে উদ্বেগ, ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে পিকক প্ল্যান্ট। সম্পদ, সুখ আর সমৃদ্ধি বৃদ্ধি পেলে সাফল্য কি দূরে থাকতে পারে?