Viral Video: জীবন দিয়ে ছানাকে বাঁচাল মা হাতি
মা হাতিটি তার বাচ্চাকে দুধ খাওয়াতে গর্তে নেমে পড়ে। ছোট গর্তে হাতিটি সেখানে আটকে যায়। প্রাণের পরোয়া না করে হাতিটি বাচ্চাটিকে ২দিন দুধ খাওয়াতে থাকে। সেখান থেকে নিজেকে বের করতে পারছিল না হাতিটি। উদ্ধারকারী দল ক্রেনের সাহায্যে হাতিটিকে বের করে। কিন্তু ততক্ষণে হাতিটি অজ্ঞান হয়ে গেছে। অনেক চেষ্টা করেও হাতিটির জ্ঞান ফেরে না। মেডিকেল টিম ভাবে সে মারা গেছে
পশুদের মধ্য়ে হাতি সবচেয়ে বুদ্ধিমান। যে কোনও প্রাণী সন্তানের জন্য প্রাণ দিতেও বিন্দু মাত্র ভাবে না। সন্তানকে রক্ষা করতে নিজের শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যায় মা। সন্তানকে বাঁচাতে হাতি নিজের প্রাণও দিতেও পিছপা হল না। ভিডিয়োটি দেখার পর আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। একটি বাচ্চা হাতি গর্তে আটকে যায়। তার মা তাকে ছেড়ে যেতে চায় না। বাচ্চাটিও শত চেষ্টাতেও সেখান থেকে উঠে আসতে পারছে না। মা হাতিটি তার বাচ্চাকে দুধ খাওয়াতে গর্তে নেমে পড়ে। ছোট গর্তে হাতিটি সেখানে আটকে যায়। প্রাণের পরোয়া না করে হাতিটি বাচ্চাটিকে ২দিন দুধ খাওয়াতে থাকে। সেখান থেকে নিজেকে বের করতে পারছিল না হাতিটি। উদ্ধারকারী দল ক্রেনের সাহায্যে হাতিটিকে বের করে। কিন্তু ততক্ষণে হাতিটি অজ্ঞান হয়ে গেছে। অনেক চেষ্টা করেও হাতিটির জ্ঞান ফেরে না। মেডিকেল টিম ভাবে সে মারা গেছে। ততক্ষণে বাচ্চাটিকেও গর্ত থেকে বার করা হয়েছে। বেরিয়ে সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। শত চেষ্টাতেও তার মা সাড়া দেয় না। নাছোড় মেডিকেল টিম কৃত্রিম উপায়ে শ্বাস ফেরানোর চেষ্টা চালায়।অবশেষে অনেক চেষ্টার পর মা হাতিটির জ্ঞান ফেরে। সে উঠে দাঁড়ায়। উদ্ধারকারী দল, মেডিকেল টিমের সদস্য, সবার চোখে জল আসে । ভিডিয়োটি তানসু ইয়েগেনের টুইটারে শেয়ার হয়েছে । এখনও পর্যন্ত ১.৩ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটি। ২২ হাজার মানুষ লাইক করেছেন ভিডিয়োটি।