Habra News: কুকুর আতঙ্কে হাবরা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 13, 2023 | 3:52 PM

শহরে প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার হাবরা দু'নম্বর রেল গেট থেকে স্টাফ কোয়াটার মোট পর্যন্ত প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আর এত ভয়ঙ্কর ভাবে কুকুরে কামড়েছে যে দুজনকে কলকাতায় রেফার করতে হয়েছে।

Follow Us

শহরে প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার হাবরা দু’নম্বর রেল গেট থেকে স্টাফ কোয়াটার মোট পর্যন্ত প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আর এত ভয়ঙ্কর ভাবে কুকুরে কামড়েছে যে দুজনকে কলকাতায় রেফার করতে হয়েছে। একটি কালো রংয়ের কুকুর পাগল হয়ে সাধারণ মানুষকে কামড়ে বেড়াচ্ছে মঙ্গলবার রাতে হাবরা শহরে প্রায় ১৫ জনকে কামড়েছে সকলেই রাতেই হাবরা হাসপাতালে আসে এবং তাদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় কলকাতায় রেফার করা হয়। ঘটনাস্থলে আসেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং এই পাগল কুকুরকে যাতে আটকানো যায় কারো ব্যবস্থার জন্য খবর দেন। পাশাপাশি সাধারণ মানুষকে একটু সচেতন ভাবে ঘোরার বার্তা দেন।

শহরে প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার হাবরা দু’নম্বর রেল গেট থেকে স্টাফ কোয়াটার মোট পর্যন্ত প্রায় ১৫ জনকে কুকুরে কামড়েছে আর এত ভয়ঙ্কর ভাবে কুকুরে কামড়েছে যে দুজনকে কলকাতায় রেফার করতে হয়েছে। একটি কালো রংয়ের কুকুর পাগল হয়ে সাধারণ মানুষকে কামড়ে বেড়াচ্ছে মঙ্গলবার রাতে হাবরা শহরে প্রায় ১৫ জনকে কামড়েছে সকলেই রাতেই হাবরা হাসপাতালে আসে এবং তাদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় কলকাতায় রেফার করা হয়। ঘটনাস্থলে আসেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং এই পাগল কুকুরকে যাতে আটকানো যায় কারো ব্যবস্থার জন্য খবর দেন। পাশাপাশি সাধারণ মানুষকে একটু সচেতন ভাবে ঘোরার বার্তা দেন।

Next Article