WB Panchayat Elections 2023: TMC আর ISF এ একই প্রার্থী?

WB Panchayat Elections 2023: TMC আর ISF এ একই প্রার্থী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 28, 2023 | 4:21 PM

আন্দুল মহিয়াড়ির এই পাড়ায় পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন দুই সেরিনা বেগম। দুজনেই নির্বাচনী ময়দানে এই প্রথমবার। এলাকার মানুষের কোন কোন সমস্যা দূর করে প্রত্যাশা পূরণ করবেন তারা?

হাওড়ার আন্দুল মহিয়াড়ি এক নম্বর পঞ্চায়েতের ২৪ নম্বর বুথে গেলে চমকে যাবেন। এই পাড়ায় পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন সেরিনা বেগম। তৃণমূল কংগ্রেস আর আইএসএফে । কী করে হয়? আসলে আন্দুল মহিয়াড়ি এক নম্বর পঞ্চায়েতের ২৪ নম্বর বুথে একই নাম দুই দলের প্রার্থীর। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে দুজন প্রার্থী ঘুরছেন। তাঁরা শুনছেন মানুষের সমস্যার বিষয় গুলো। দুজনের মুখেই শোনা গেল একই ধরনের সমস্যা। দুজনেই নির্বাচনী ময়দানে এই প্রথমবার। এলাকার মানুষের কোন কোন সমস্যা দূর করে প্রত্যাশা পূরণ করবেন তারা? আইএসএফের সেরিনা বলছেন তৃণমূলের সীমাহীন দুর্নীতির প্রতিবাদেই তিনি দাঁড়িয়েছেন ভোটে। এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রেও সেই দুর্নীতিই বাধা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা রাস্তা, পানীয় জল আর নিকাশি ব্যবস্থা।