Chandrakona News: শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরে চুরি!
রাতের অন্ধকারে তালা ভেঙে শতাব্দি প্রাচীন দুর্গার মন্দির ও বিষ্ণু মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার মল্লেশ্বরপুর এলাকায়। জানাযায় মল্লেশ্বরপুর এলাকায়, শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির ( মল্লেশ্বরী মাতা) ও পাশেই শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দিরে তালা ভেঙ্গে চুরির ঘটনাটি ঘটে।
রাতের অন্ধকারে তালা ভেঙে শতাব্দি প্রাচীন দুর্গার মন্দির ও বিষ্ণু মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার মল্লেশ্বরপুর এলাকায়। জানাযায় মল্লেশ্বরপুর এলাকায়, শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির ( মল্লেশ্বরী মাতা) ও পাশেই শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দিরে তালা ভেঙ্গে চুরির ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার সকালে নজরে আসে স্থানীয়দের। যদিও স্থানীয় মানুষজনের দাবী, দূর্গা মন্দিরে, পুজোর সরঞ্জাম থেকে শুরু করে, যা ছিল সবকিছুই নিয়ে পালিয়েছে চোরের দল, এমন কি বিষ্ণুমন্দিরের বিষ্ণু দেবতার সোনা ও রুপোর গহনা লিয়ে পালিয়েছে চোরের দল। গোটা ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল, পুরো বিষয়টিকে ইতিমধ্যেই চন্দ্রকোনা থানায় জানিয়েছেন এলাকার মানুষজন। সকলেরই দাবি পুলিশ দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করুক।
Latest Videos