Dooars News: পুজোর মুখেও পর্যটক শূন্য ডুয়ার্স|

Dooars News: পুজোর মুখেও পর্যটক শূন্য ডুয়ার্স|

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 12, 2023 | 6:21 PM

সিকিমে বিপর্যয়ের কারণে দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের আকাশে।পুজোর মুখেও পর্যটক শূন্য ডুয়ার্স, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।মনে করিয়ে দিচ্ছে লকডাউনের ভয়ংকর স্মৃতি।সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একের পর এক রিসোর্ট থেকে বুকিং বাতিল করছেন পর্যটকেরা।দেখলে মনে হবে, লকডাউন হয়েছে।

সিকিমে বিপর্যয়ের কারণে দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের আকাশে।পুজোর মুখেও পর্যটক শূন্য ডুয়ার্স, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।মনে করিয়ে দিচ্ছে লকডাউনের ভয়ংকর স্মৃতি। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একের পর এক রিসোর্ট থেকে বুকিং বাতিল করছেন পর্যটকেরা। একসময়ের জমজমাট এখন পর্যটক হীন। দেখলে মনে হবে, লকডাউন হয়েছে।

প্রতিবছর পূজোর মরশুমে এই সময় গিজগিজ করে পর্যটক দের ভীড় ডুয়ার্সের মূর্তি লাটাগুড়ি চাপরামারি এলাকায়। তবে এ বছর সিকিমের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আতঙ্কে পর্যটকরা আসছেন না ডুয়ার্সের এই সমস্ত এলাকায়।মূর্তি চাপরামারি লাটাগুড়ি এলাকা এক প্রকার জনশূন্য চেহারা নিয়েছে। খা খা করছে পর্যটনকেন্দ্র গুলি। অন্যান্য বছর এই সমস্ত জায়গায় গাড়ি রাখার জায়গা তিলত না, প্রতিটি রিসোর্ট পর্যটকে ঠাসা থাকতো। সেই জায়গায় এবছর অক্টোবর মাস পরলেও দেখা নেই,যারা রাজ্যের অন্যান্য প্রান্ত এবং দেশ-বিদেশ থেকে অনলাইনে বুকিং করেছিলেন তারাও বুকিং বাতিল করতে শুরু করেছেন। পর্যটকদের অধিকাংশ রিসোর্ট পর্যটক শূন্য। ফোন করে আগে থেকে পুজোতে ঘুরতে আসার জন্য রিসোর্ট গুলি বুকিং করেছিলেন পর্যটকেরা, তা বাতিল করছেন এখন। যার কারনে চিন্তায় পড়েছেন রিসোর্ট মালিক থেকে ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। এমনটাই দাবি রিসোর্ট মালিক থেকে পর্যটন কেন্দ্রের আশপাশে থাকা ব্যবসায়ীদের। এমনকি জিপসি সাফারিও সাফারিতেও নেই পর্যটক।

এক প্রকার লকডাউনের চেহারা নিয়েছে ডুয়ার্সের মূর্তি এলাকা এমনটাই দাবি ব্যবসায়ী থেকে রিসোর্ট মালিকদের। মূর্তি থেকে টিকিট কেটে যে সমস্ত জায়গায় পর্যটকেরা জিপ সাফারি করেন সেই সমস্ত বনদপ্তর এর টিকিট কাউন্টার বন্ধ। কারণ পর্যটক নেই এমনটাই দাবি মূর্তি জিপসি ওনার অ্যাসোসিয়েশনের। দূর দূরান্ত থেকে যেসব পর্যটকেরা প্রতিবছর পুজোর মুখে ডুয়ার্সে ঘুরতে আসেন সেই সমস্ত ভ্রমণপিপাসু পর্যটকদের সচেতন করতে টিভি নাইন বাংলার মাধ্যমে বার্তা দিচ্ছেন। সিকিমের বিপর্যয় কোনভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি ডুয়ার্স। লাটাগুড়ি মূর্তি এই সমস্ত এলাকায় ঘুরতে এলে সমস্যায় পড়তে হবে না পর্যটকদের এমনটাই জানাচ্ছেন তারা।