Katwa Train Robbery: চলন্ত ট্রেনে দুল ছিনতাইয়ের চেষ্টা, তারপর…
কানের সোনার দুল ছিনতাই করে এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম মহিলা যাত্রী বাড়িতে ফোন করে জানালে বৃহস্পতিবার সকালে পরিবারের লোক রেললাইনের পাশ থেকে উদ্ধার করে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করে।এই ঘটনায় ব্যাণ্ডেল-কাটোয়া রেলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কানের সোনার দুল ছিনতাই করে এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম মহিলা যাত্রী বাড়িতে ফোন করে জানালে বৃহস্পতিবার সকালে পরিবারের লোক রেললাইনের পাশ থেকে উদ্ধার করে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করে।এই ঘটনায় ব্যাণ্ডেল-কাটোয়া রেলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।জখম মহিলা রাধিকা মণ্ডলের দাবি কানের দুল ছিনতাই করতে দুষ্কৃতী তাকে আক্রমণ করলে সে নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।
তার সঙ্গে আর একজন পুরুষ ট্রেন থেকে পড়ে যায়।যাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাধিকা মণ্ডল যেখানে পড়ে ছিল তার কিছুটা দূরে লাইনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল। মিঠুন মণ্ডলের দাবি তার স্ত্রী রাধিকা মণ্ডল নিজের জন্য ওষুধ কিনতে নবদ্বীপ গিয়েছিল। রাত নটার পর কাটোয়াগামী ট্রেনের মহিলা বগিতে উঠেছিল। কাটোয়া স্টেশনের কিছুটা আগে বেরা গ্রামের কাছে লাইনের পাশ থেকে রাধিকা মণ্ডলকে জখম হয়ে পড়ে থাকতে দেখা যায়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহও পড়ে থাকতে দেখা যায়। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জখম রাধিকা মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।