Paschim Medinipur News: রাতে অজানা প্রাণীর তান্ডব!

Paschim Medinipur News: রাতে অজানা প্রাণীর তান্ডব!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 12, 2023 | 4:01 PM

রাতের অন্ধকারে অজানা প্রাণীর তাণ্ডব, আতঙ্কে এলাকার মানুষজন। ইতিমধ্যেই ওই প্রাণীর আতঙ্কে গ্রামের ছেলে-মেয়েরা বাড়ির বাইরে যাওয়া প্রায় বন্ধ করেছে। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সাগরপুরে।গ্রামের বাসিন্দাদের আবেদন বনদফতর দ্রুত ওই প্রাণীকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক।

রাতের অন্ধকারে অজানা প্রাণীর তাণ্ডব, আতঙ্কে এলাকার মানুষজন। ইতিমধ্যেই ওই প্রাণীর আতঙ্কে গ্রামের ছেলে-মেয়েরা বাড়ির বাইরে যাওয়া প্রায় বন্ধ করেছে। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সাগরপুরে।গ্রামের বাসিন্দাদের আবেদন বনদফতর দ্রুত ওই প্রাণীকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক। বিঘের পর বিঘে জমির ফসল একেবারে তছনছ। দাসপুর থানার সাগরপুরে এই অজানা প্রাণি বলে অভিযোগ ।

সাগরপুরের বাসিন্দা অসিত মান্না,অজিত মাইতি,শুকদেব মান্না বাসুদেব মান্না বলেন গত প্রায় ৩ দিন ধরে সাগরপুর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাড়া পাশাপাশি মান্না পাড়ায় মূলত ওই অজানা প্রাণীর তাণ্ডব।ইতিমধ্যেই নষ্ট বিঘার পর বিঘা জমির ফসল। সাগরপুরের পূর্ব পাড়ার বাসিন্দারা আরও জানান, রাতের অন্ধকার নামলেই ওই জন্তুর আগমন ঘটে।

তছনছ করছে জমির ধান,সসা,নানান সবজি,ওল এমনকি পাট ও আখ সাথে জমিও নষ্ট করছে।তবে সকলেই প্রাথমিকভাবে মনে করছেন ওই অজানা প্রাণি বুনো শুয়োর হতে পারে। গ্রামের মানুষ দাবি তুলেছেন দ্রুত ওই প্রাণী ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করুক প্রশাসন।সব মিলিয়ে যথেষ্ট আতঙ্কে এখন সাগরপুর গ্রামের বাসিন্দারা।