Maruti Suzuki Cars: এই গাড়ি কিনেছেন নাকি?
বাজার থেকে ৮৭,৫৯৯ গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি। মারুতি এস প্রেসো ও মারুতি ইকো বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। ৫ জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তৈরি হওয়া গাড়িতে পাওয়া গেছে কিছু সমস্যা। মারুতি জানাচ্ছে গাড়িগুলির টাই রডে সমস্যা থাকায় এই সিদ্ধান্ত।
বাজার থেকে ৮৭,৫৯৯ গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি। মারুতি এস প্রেসো ও মারুতি ইকো বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। ৫ জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তৈরি হওয়া গাড়িতে পাওয়া গেছে কিছু সমস্যা। মারুতি জানাচ্ছে গাড়িগুলির টাই রডে সমস্যা থাকায় এই সিদ্ধান্ত। টাই রডের সমস্যায় গাড়ি চালাতে সমস্যা হয়। স্টিয়ারিং ঠিকঠাক ঘোরে না গাড়ি চালাতে সমস্যা হয়। গাড়ির সামনের দুটি চাকাকে নিয়ন্ত্রণ করে টাই রড। এই কারণেই গাড়িগুলি তুলে নিচ্ছে মারুতি। মারুতি বলেছে যারা এই সময়ে গাড়ি কিনেছেন। তাঁদের গাড়ি বিনামূল্যে সারিয়ে দেবে কোম্পানি। ডিলাররা যোগাযোগ করবে ক্রেতাদের সঙ্গে। এর আগেও ২০২১এ ১,৮১,৭৫৪ গাড়ি তুলে নেয় মারুতি। তখন Ciaz, Vitara Brezza এবং XL6 তুলে নেয় মারুতি। ২০২০ তে ফুয়েল ট্যাঙ্কের সমস্যায় ১,৩৪,৮৮৫ গাড়ি বাজার থেকে তুলে নেয় মারুতি। তখন WagonR ও Baleno তুলে নেয় মারুতি।
Latest Videos