Motor Vehicle Act: নিয়ম অমান্য, বড় জরিমানা ই ভেহিকল সংস্থার

Motor Vehicle Act: নিয়ম অমান্য, বড় জরিমানা ই ভেহিকল সংস্থার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 1:07 PM

এই কোম্পানিদের ৪৬৯ কোটি জরিমানা কেন্দ্রর। সাতটি ইলেকট্রিক বাইক তৈরি সংস্থাকে জরিমানা করল কেন্দ্র সরকার। ফেম২ ভর্তুকি নিয়েও নিয়মের অন্যথা করায় এই জরিমানা। জরিমানার পরিমাণ ৪৬৯ কোটি টাকা। কেন্দ্র সরকারের FAME II প্রকল্পের নিয়ম অমান্য করায় ওকিনাওয়া, হিরো ইলেকট্রিক,সহ ৭টি ইভি সংস্থার জরিমানা।

এই কোম্পানিদের ৪৬৯ কোটি জরিমানা কেন্দ্রর। সাতটি ইলেকট্রিক বাইক তৈরি সংস্থাকে জরিমানা করল কেন্দ্র সরকার। ফেম২ ভর্তুকি নিয়েও নিয়মের অন্যথা করায় এই জরিমানা। জরিমানার পরিমাণ ৪৬৯ কোটি টাকা। কেন্দ্র সরকারের FAME II প্রকল্পের নিয়ম অমান্য করায় ওকিনাওয়া, হিরো ইলেকট্রিক,সহ ৭টি ইভি সংস্থার জরিমানা। এই জরিমানা ৭ থেকে ১০ দিনের মধ্যে জরিমানা না দিলে FAME II থেকে বাদ পড়বে ওই সংস্থাদের নাম। দুচাকার ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক ওই ৭ সংস্থা। হিরো, ওকিনাওয়া, রেভল্ট মোটরস, বেনলিং ইন্ডিয়া, লোহিয়া অটো, অ্যামো মোবিলিটি ও অ্যাম্পিয়ার ইভি। সূত্রের খবর একটি ইমেলে ভারী শিল্প মন্ত্রক জানতে পারে অসাধু উপায় নিচ্ছে ওই সংস্থাগুলো। দেশীয় প্রযুক্তির পণ্য ব্যবহার করছিল না ওই সংস্থাগুলো। এতে লঙ্ঘিত হচ্ছিল সরকারের ‘ফেসড ম্যানুফ্যাকচারিং প্ল্যান’। তারপর কেন্দ্র সরকারের ভারী শিল্প মন্ত্রক তদন্তে নামে। যদিও ওই ৭ সংস্থার বেশ কিছু সুদ সহ টাকা ফেরত দেবে বলেছে। তদন্তে বেশ কিছু সংস্থা নির্দোষও প্রমাণিত হয়েছে।