AC Power Saving Mode: এসির এই মোড বিদ্যুতের বিল কমাবে

AC Power Saving Mode: এসির এই মোড বিদ্যুতের বিল কমাবে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 04, 2023 | 8:44 PM

এসির মডেল যাই হোক না কেন তাতে ৩টি মোড থাকেই। কুলিং মোড, ফ্যান মোড আর পাওয়ার সেভিং মোড। এসির এই পাওয়ার সেভিং মোড খুব উপযোগী একটি মোড। এতে ঝটপট ঘর ঠাণ্ডা হয়। বিলও কম আসে। পুরনো মডেলের এসিতে এই মোড পাওয়া যায় না। তবে বেশিরভাগ এসিতেই এই মোড রয়েছে।

অনেকের বাড়ির এসি ঠাণ্ডাও হয় না আবার বিদ্যুতের বিলও বেশি আসে। কী করবেন এই সমস্যায়? এসির মডেল যাই হোক না কেন তাতে ৩টি মোড থাকেই। কুলিং মোড, ফ্যান মোড আর পাওয়ার সেভিং মোড। এসির এই পাওয়ার সেভিং মোড খুব উপযোগী একটি মোড। এতে ঝটপট ঘর ঠাণ্ডা হয়। বিলও কম আসে। পুরনো মডেলের এসিতে এই মোড পাওয়া যায় না। তবে বেশিরভাগ এসিতেই এই মোড রয়েছে। এতে যে তাপমাত্রা সেট করে রাখবেন ঘর সেই উষ্ণতাতেই থাকবে। ধরুন পাওয়ার সেভিং মোডে ২৪ ডিগ্রি সেট করলেন। সেক্ষেত্রে একটানা এসি চললেও ঠাণ্ডা লাগবে না। আর কুলিং মোডে তাড়াতাড়ি ঘর ঠাণ্ডা হলেও বিল আসে বেশি। তবে এই মোডে বিদ্যুৎ সাশ্রয় করতে ঘর নিশ্ছিদ্র রাখুন। দরজা জানলায় ঝোলান ভারি পর্দা।