Baruipur Crime News: দুষ্কৃতিদের হাতে এত আধুনিক অস্ত্র!
পুলিশের হাতে গ্রেপ্তার তিন কুখ্যাত ছিনতাইবাজ, উদ্ধার অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে বারুইপুরে।সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর আসে বেগমপুর কাটাখাল বিশালক্ষী তলা এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ কাটাখাল বিশালক্ষী তলা এলাকা থেকে তিন কুখ্যাত ছিনতাই বাজকে গ্রেফতার করে।
পুলিশের হাতে গ্রেপ্তার তিন কুখ্যাত ছিনতাইবাজ, উদ্ধার অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে বারুইপুরে।সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর আসে বেগমপুর কাটাখাল বিশালক্ষী তলা এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ কাটাখাল বিশালক্ষী তলা এলাকা থেকে তিন কুখ্যাত ছিনতাই বাজকে গ্রেফতার করে। অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। ধৃতদের নাম রবি চ্যাটার্জি, শ্রীদাম নস্কর ও জাহাঙ্গীর লস্কর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান সাটার বন্দুক। এছাড়াও সাতটি 7.6 বোরের তাজা কার্তুজ ও দুটি .7 এমএম তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার রয়েছে একটি ভজালী ও একটি চপার। ধৃতদেরকে জেরা করে গত সাতাশে জুলাই বারুইপুর বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসির উদ্দিনের কাছ থেকে ছিনতাই হওয়া ষাট হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।