Indian Railway: টিকিট থাকলেও ফাইন হবে রেলে!
Indian Railway Rules: যাত্রা শেষ করে ট্রেন থেকে নেমে প্লাটফর্মে অপেক্ষা করার জন্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা। মাত্র দুই ঘণ্টায় থাকা যায় প্লাটফর্মে তার বেশি হলে টিকিট চেকিং স্টাফেরা জরিমানা করতে পারেন।
ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও জরিমানা হতে পারে আপনার। রেলওয়ে আইন মোতাবেক কোনও গাড়ি ছাড়ার একটা নির্দিষ্ট সময় আগেই প্লাটফর্মে পৌঁছানো যায়। দিনের গাড়ির ক্ষেত্রে ২ঘণ্টা এবং রাত্রের ট্রেনের ক্ষেত্রে ৬ ঘন্টা আগে প্লাটফর্মে পৌঁছতে পারেন একজন যাত্রী। এই সময়ের আগে যদি কেউ প্লাটফর্মে আসেন তার জন্য রয়েছে নির্দিষ্ট জরিমানার বিধান। যদি কেউ এই সময়সীমার আগে স্টেশনে পৌঁছে অপেক্ষা করতে চান তার জন্য তাকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে।
যাত্রা শেষ করে ট্রেন থেকে নেমে প্লাটফর্মে অপেক্ষা করার জন্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা। মাত্র দুই ঘণ্টায় থাকা যায় প্লাটফর্মে তার বেশি হলে টিকিট চেকিং স্টাফেরা জরিমানা করতে পারেন। তবে ট্রেন যদি লেট করে তার ক্ষেত্রে খাটবে না এই সমস্ত নিয়ম। রেল যাত্রীদের নিরাপত্তার জন্যই রেল কর্তৃপক্ষ তৈরি করেছে এই সমস্ত আইন কানুন।
Latest Videos