Kartik Aaryan on Border 2: কেন বর্ডার ২ ফেরালেন কার্তিক?
Bollywood Gossip: 'বর্ডার ২' এর পরিকল্পনা শুরু হয়েছে ২০১৫ থেকে। গুঞ্জন, স্ক্রিপ্ট পড়ে ভাল লাগেনি বলেই আরিয়ান ফিরিয়ে দিয়েছেন 'বর্ডার ২' এর অফার। কার্তিক আরিয়ান নাকি মাল্টি স্টার কাস্ট ছবিতে অভিনয় করতে চাননি।
অনেকে কার্তিক আরিয়ানকে ঠাট্টা করে বলেন তিনি ‘সিকুয়্যেল স্টার’। গত ২ বছর ধরে কার্তিক আরিয়ান বেশ কিছু সিকুয়্যাল ছবি করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ এর পর ‘ভুল ভুলাইয়া ৩’ বা ‘ফির হেরা ফেরি’ র সিকুয়্যেল। সবেতেই অফার এসেছে কার্তিক আরিয়ানের কাছে। এই সিকুয়্যেলের তালিকায় ছিল ‘বর্ডার ২’। সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দেন কার্তিক। বক্স অফিসের ঝড় তুলেছে ‘গদর ২’ । ‘বর্ডার ২’ এর পরিকল্পনা শুরু হয়েছে ২০১৫ থেকে। গুঞ্জন, স্ক্রিপ্ট পড়ে ভাল লাগেনি বলেই আরিয়ান ফিরিয়ে দিয়েছেন ‘বর্ডার ২’ এর অফার।
কার্তিক আরিয়ান নাকি মাল্টি স্টার কাস্ট ছবিতে অভিনয় করতে চাননি। ১৯৯৭ দিয়ে ভারত পাক যুদ্ধে সীমান্ত পরিস্থিতি নিয়ে তৈরি এই সিনেমা। পরিচালক ছিলেন জেপি দত্তা। বর্ডারের স্টার কাস্ট থেকে গান, গল্প ও অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। সেই গল্পের সিকুয়্যেলে কেন কাজ করতে চাইলেন না কার্তিক আরিয়ান তা এখনও স্পষ্ট নয়। ‘গদর ২’ হিট হওয়ার পর শোনা যাচ্ছে ‘বর্ডার ২’ তে থাকবেন সানি দেওল। আমির খানও নাকি তাঁর পরবর্তী ছবিতে রাখছেন সানিকে।