Hair Wash Tips: সপ্তাহে ক'দিন শ্যাম্পু?

Hair Wash Tips: সপ্তাহে ক’দিন শ্যাম্পু?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 03, 2023 | 2:47 PM

সপ্তাহে ক'দিন শ্যাম্পু? চুলের যত্ন নিতে গোড়া পরিষ্কার রাখা প্রয়োজন। বিশেষজ্ঞরা স্ক্যাল্প পরিষ্কার রাখার পরামর্শ দেন। মাথায় চুলের গোড়ায় বা স্ক্যাল্পে ময়লা জমলে সংক্রমণ হয়।

সপ্তাহে ক’দিন শ্যাম্পু? চুলের যত্ন নিতে গোড়া পরিষ্কার রাখা প্রয়োজন। বিশেষজ্ঞরা স্ক্যাল্প পরিষ্কার রাখার পরামর্শ দেন। মাথায় চুলের গোড়ায় বা স্ক্যাল্পে ময়লা জমলে সংক্রমণ হয়। চুল পড়ে তাতে। খুশকিও হয় , হতে পারে চুলকানি, স্ক্যাল্পের অন্য সমস্যাও তৈরি হয় সংক্রমণে। তাই শ্যাম্পু করুন নিয়মিত। কিন্তু সপ্তাহে কদিন শ্যাম্পু করবেন? বিশেষজ্ঞদের মতে সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করা উচিত। মাইল্ড ক্লিনজার হলে রোজ শ্যাম্পু করা যায়। শ্যম্পু করার সময়ে শ্যাম্পুতে অল্প জল মেশান। সরাসরি তা লাগান স্ক্যাল্পে। বাড়তি শ্যাম্পু চুলে লাগান। কিছুক্ষণ রেখে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পুর পরে চুলে লাগান কন্ডিশানার। এভাবে শ্যাম্পু করলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে। অকালে চুল পড়বে না। আবার বাড়তি শ্যাম্পুর কারণে চুল রুক্ষ ও শুষ্কও দেখাবে না।

Published on: Sep 03, 2023 02:45 PM