Hotel Booking Tips: ১ ও ৪ তলায় বিপদ!
পুজোর ছুটিতে বেড়াতে যাবেন তো? দামি,সস্তা সব হোটেলেই ভিড় বাড়বে পর্যটকের। আজ আমরা দিচ্ছি হোটেল বুকিং এর টিপস। ছুটির মরসুমের কয়েকমাস আগে থেকে হোটেলে অনলাইন বুকিং শুরু হয়। কেমন ঘর বাছবেন?
পুজোর ছুটিতে বেড়াতে যাবেন তো? দামি,সস্তা সব হোটেলেই ভিড় বাড়বে পর্যটকের। আজ আমরা দিচ্ছি হোটেল বুকিং এর টিপস। ছুটির মরসুমের কয়েকমাস আগে থেকে হোটেলে অনলাইন বুকিং শুরু হয়। কেমন ঘর বাছবেন? সমুদ্র বা পাহাড়ের হোটেলে উঁচু তলা বা বারান্দা লাগোয়া ঘরগুলো পর্যটকদের বেশি পছন্দ। অনেক আবার গ্রাউন্ড ফ্লোরের ঘর বাছেন। তবে ভ্রমণ বিশেষজ্ঞদের মতে হোটেলের ১ তলা ও ৪ তলায় ঘর নেবেন না। কেন এমন বলছেন তাঁরা? দেশ বিদেশ ঘোরার অভিজ্ঞতা থেকে অনেক ট্র্যাভেল বিশেষজ্ঞের মত- ৪ তলার ওপর থেকে লিফট নিয়ে হাজারো সমস্যা হয়। ৪ তলার ওপরে নিরাপত্তার ও রুম সার্ভিসেরও সমস্যা হয়। এছাড়াও অগ্নি নির্বাপনের ক্ষেত্রেও বিপদের ঝুঁকি থাকে ৪ তলার ওপরে। আগুন লাগলে লিফট কাজ করে না। সেক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করতে হয়। আর সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে ৪ তলার মধ্যে ঘর হলে নামা সহজ হয়। ১ তলার ঘরে আবার অন্য ধরনের সমস্যা। যেসব হোটেল রাস্তার ধারে তাদের গ্রাউন্ড ফ্লোরে গাড়ির আওয়াজে টেকা দায়। অনেক হোটেলেই গ্রাউন্ড ফ্লোরে হয় লবি, রেস্তোরাঁ, পাব, রিসেপশন ও মিটিং এরিয়া। সেখানে যে কেউই যাতায়াত করতে পারেন। কিছু অসাধু মানুষ চুরির উদ্দেশ্যে এসব জায়গায় ঘোরাফেরা করেন। একতলার ঘর সেই অসাধু মানুষদের মুক্তাঞ্চল। তাঁরা সহজেই হাতাতে পারেন আপনার মূল্যবান জিনিসপত্র। তাই ২ বা ৩ তলায় ঘর বুক করুন।