Tista Red Alert: তিস্তায় রেড এলার্ট
সিকিম ও ভূটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জের। চলতি মরশুমে এই প্রথম তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করলো সেচ দপ্তর। জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় এই দুই নদীর সংরক্ষিত এলাকায় অর্থাৎ শহরের দিকেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।
সিকিম ও ভূটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জের।চলতি মরশুমে এই প্রথম তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করলো সেচ দপ্তর। জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় এই দুই নদীর সংরক্ষিত এলাকায় অর্থাৎ শহরের দিকেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।বৃহস্পতিবার সকাল ৬ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছিল ৩১৬৫ কিউমেক। অপরদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি। জলমগ্ন একাধিক এলাকায়। ভোররাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে ভারী বৃষ্টি র জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জল দাড়িয়ে গিয়েছে একাধিক এলাকায়। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৭.৭০ মিলিমিটার।বৃষ্টি চলছে।বিপর্যস্ত জনজীবন।
Latest Videos