TMC 21 July Balurghat: দলে দলে কলকাতার পথে

TMC 21 July Balurghat: দলে দলে কলকাতার পথে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 19, 2023 | 2:33 PM

কলকাতা যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের সংখ্যা কিছুটা কম থাকলেও আজ থেকে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন ভোরের ট্রেনেও বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

২১ শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে ১৭ থেকেই বালুরঘাট থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কলকাতাগামী সকালের, বিকেল ও রাতের ট্রেনেই মূলত দলীয় কর্মী সমর্থকরা যাচ্ছেন। গতকাল জেলা থেকে প্রায় এক হাজার দলীয় কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকাল কলকাতা যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের সংখ্যা কিছুটা কম থাকলেও আজ থেকে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন ভোরের ট্রেনেও বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এদিকে দলীয় কর্মী সমর্থকদের কলকাতা যাওয়ার পথে যাতে কোন রকম অসুবিধা না হয় তাই বালুরঘাট স্টেশনের সামনে ক্যাম্প খাটিয়ে তৃণমূল কর্মীদের দেওয়া হচ্ছে জলের বোতল ও শুকনো খাবার। খেয়াল রাখা হচ্ছে কলকাতা যাওয়ার পথে দলীয় কর্মীদের কারো যাতে কোন রকম সমস্যা না হয়। এদিন বিকেলে গৌড় লিংক ট্রেনে প্রায় ৫০০ বেশি তৃণমূল কর্মী সমর্থক কলকাতা উদ্দেশ্যে রওনা দেয় বলে জেলা নেতৃত্বরা জানিয়েছে। এদিন বালুরঘাট স্টেশনে ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, টাউন সভাপতি দেবাশিস কর্মকার, তৃণমূল নেতা অরূপ সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

২১ জুলাই কলকাতা সমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে মোদির ট্রেনই ভরসা দক্ষিণ দিনাজপুর জেলার দিদির কর্মী সমর্থকদের। এমন ভাবেই কটাক্ষ করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। যদিও প্রত্যেক দলীয় কর্মীদের টিকিট কেটে কলকাতায় পাঠানো হচ্ছে। এক দুজন হয়তো টিকিট ছাড়া উঠছে। তার দায়িত্ব নেওয়া মুশকিল। বিজেপির সকলের একটাই কাজ মিথ্যা অভিযোগ করা কাজ বলেই জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন।