TMC Shahid Diwas: সিঙ্গুরে পিকনিকের মেজাজ!

TMC Shahid Diwas: সিঙ্গুরে পিকনিকের মেজাজ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2023 | 4:25 PM

বর্ধমান,বাঁকুড়া সহ অন্যান্ন জেলার বিভিন্ন ব্লক থেকে আসা তৃণমূল কর্মীদের বাস কোলকাতায় পৌঁছালেও ধর্মতলায় পৌঁছাতে পারেনি।পুনরায় তারা ফিরে আসেন।সিঙ্গুরের রতন পুর এলাকায় বিশ্রামের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি বাস। সেখানেই চলে রান্না বান্না,শেষে খাওয়া দাওয়া।

চড়ুই ভাতির মেজাজে তৃণমূল কর্মী সমর্থকরা,এরকমই ছবি ধরা পড়লো সিঙ্গুরের রতনপুর এলাকায়। বর্ধমান,বাঁকুড়া সহ অন্যান্ন জেলার বিভিন্ন ব্লক থেকে আসা তৃণমূল কর্মীদের বাস কোলকাতায় পৌঁছালেও ধর্মতলায় পৌঁছাতে পারেনি।পুনরায় তারা ফিরে আসেন।সিঙ্গুরের রতন পুর এলাকায় বিশ্রামের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি বাস। সেখানেই চলে রান্না বান্না,শেষে খাওয়া দাওয়া। মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস,সব্জি সহ অন্যান্ন তরকারী। কর্মীদের দাবি দিদি কে সামনে থেকে দেখার ইচ্ছে পূরণ হলো না আফসোস থেকে গেল। তাদের আরো দাবি মোবাইলে দিদির বার্তা শুনে বাড়ি ফিরে যাবেন তারা এবং দিদির বার্তা কে পাথেয় করে লোকসভা ভোটের জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা।